প্রবাস বন্ধু, মুজতবা আলী।। বহুনির্বাচনি।। MCQ
প্রবাস বন্ধু, মুজতবা আলী
মূলবিষয়বস্তু:
সৈয়দ মুজতবা আলী ‘প্রবাস বন্ধু’ রচনায় মূলত রসিকতা ও ব্যঙ্গের মাধ্যমে ফরাসি প্রেমিক-প্রেমিকাদের সাহসিকতা ও সুদৃঢ় বন্ধুত্বকে উল্লেখ করেছেন। ইতিহাসে বিখ্যাত রানি ভিক্টোরিয়া ও প্রিন্স আলবার্টের প্রেম ছিল নানা সামাজিক-রাজনৈতিক বাধা সত্তে¡ও সফল, যা এক যুগান্তকারী প্রেমকাহিনি। আলবার্ট ছিলেন এক জার্মান রাজকুমার, এবং তাঁকে নিয়ে ব্রিটিশ সংসদে নানা আপত্তি ছিল। তবুও ভিক্টোরিয়া নিজেই তাঁকে বিয়ের প্রস্তাব দেন, যা ছিল প্রচলিত নিয়মের বিপরীত। এই প্রেম আলাপ থেকে বিবাহ পর্যন্ত দীর্ঘ ২০ বছর চলেছিল। অথচ লেখকের মতে, ফ্রান্সে এমন প্রেমঘটনা এতটাই সাধারণ যে ভিক্টোরিয়া-আলবার্টের প্রেমও সেখানে তুচ্ছ। এ মন্তব্যটি লেখক করেন এমন এক প্রেক্ষাপটে, যেখানে তাঁর বস জিরার সাহেব তাঁকে ধমক দিচ্ছিলেন, আর মিসেস জিরা তাঁর স্বামীর সব কথায় 'উই, সার্তেনমাঁ' বলে সায় দিচ্ছিলেন। লেখক উপলব্ধি করেন, এখানে তর্ক করে কোনো লাভ নেই। তাই হাস্যরসে মোড়া এই ব্যঙ্গাত্মক মন্তব্যটি করেন। তাই বলা যায়, এ উক্তির মাধ্যমে লেখক মূলত ফ্রাসের ঘরে-ঘরে প্রতিনিয়ত দেখা যায় এমন অপূর্বপ্রেম কাহিনিকে বুঝিয়েছেন।
প্রবাস বন্ধু, মুজতবা আলী
বহুনির্বাচনি :
দশম শ্রেণি ■ বাংলা প্রথম পত্র ■ বহুনির্বাচনী প্রশ্নের উত্তর ও পরীক্ষা প্রস্তুতি
প্রবাস বন্ধু : সৈয়দ মুজতবা আলী
১. ‘তম্বী’ শব্দের অর্থ কী?
ক. বড় দেহ
খ. ক্ষীণ দেহ
● তিরস্কার
ঘ. পুনরায়
২. আবদুর রহমানকে লেখক নরদানব বলেছেন কেন?
ক. আচরণের জন্য
● শারীরিক গঠনের জন্য
গ. বেশি রান্নার জন্য
ঘ. বেশি খাওয়ার জন্য
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
শীতের ছুটিতে জেরিন সিলেটের জাফলং বেড়াতে যায়।
সেখানের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ঝরনা, নদী সবকিছু তাকে
গভীলভাবে আকর্ষণ করে। সার্বিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাবাকে
বলে, ‘এখানে আমাদের একটা বাড়ি বানিয়ে দেবে’?
৩. উদ্দীপকের জেরিনের সাথে গল্পের লেখকের চাওয়া একসূত্রে
বাঁধা নয়, কারণ লেখক পানশির যেতে চেয়েছিলেন-
ক. অবকাশ যাপনের জন্য
খ. বিনোদনের জন্য
● জীবন বাঁচাতে
ঘ. সৌন্দর্য উপভোগের জন্য
৪. উদ্দীপকের জাফলং এর সাথে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির
পানশিরের বিপরীত চিত্র খুঁজে পাওয়া যায়-
র. প্রাকৃতিক-সৌন্দর্যে
রর. ঋতু-বৈচিত্র্যে
ররর. জীবন-যাত্রায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● রর ও ররর
গ. র ও ররর
ঘ. র, রর ও ররর
৫. সৈয়দ মুজতবা আলী কত খ্রিষ্টাব্দে জন্ম গ্রহণ করেন?
ক. ১৯০৩
● ১৯০৪
গ. ১৯০৯
ঘ. ১৯১৩
৬. করিমগঞ্জ কোথায়?
ক. ঢাকায়
● আসামে
গ. আফগানিস্থানে
ঘ. কলকতায়
৭. সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?
ক. আসামের করিমগঞ্জে
খ. কলকাতার বেলাহাটি
গ. বাংদেশের শিবপুর
● বাংলাদেশের মৌলভীবাজার
৮. সৈয়দ মুজতবা আলী কাবুলের কোন কলেজে অধ্যাপনা করেন?
● কৃষি বিজ্ঞান
খ. ভূমি বিজ্ঞান
গ. রেশম বিজ্ঞান
ঘ. ভাষা বিজ্ঞান
৯. সৈয়দ মুজতাব আলী পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ
লিখলে তাঁকে কী করতে হয়?
ক. জেলে যেতে হয়
খ. পালিয়ে যেতে হয়
● চাকরি ছাড়তে হয়
ঘ. আন্দোলন করতে হয়
১০. নিচের কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত?
ক. মাধবিলতা
খ. শেষের কবিতা
● চাচা কাহিনী
ঘ. নূর ইসলাম
১১. পঞ্চতন্ত্র কার রচনা?
● সৈয়দ মুজতবা আলী
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্রমথ চৌধুরী
ঘ. কাজী মোতহার হোসেন
১২. সৈয়দ মুজতবা আলী কোথায় মারা যান?
ক. কলকাতায় খ. আসামে গ. আসানসোলে ● ঢাকায়
১৩. সৈয়দ মুজতবা আলী সালে মৃত্যু বরণ করেন?
● ১৯৭৪
খ. ১৯৭৬
গ. ১৯৯৯
ঘ. ২০০১
১৪. কাবুল থেকে আড়াই মাইল দূরের গ্রামের নাম কী?
● খাজামোল্লা
খ. পানশির
গ. হরফনমোল্লা
ঘ. ওরভেয়া
১৫. জিরার কে?
ক. লেখক
খ. ব্যবসায়ী
গ. মন্ত্রী
● অধ্যক্ষ
১৬. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে ফরাসি জাতের লোক কে?
ক. আবদুর রহমান
● অধ্যক্ষ জিরার
গ. লেখকের চাকর
ঘ. কাবুলের মন্ত্রী
১৭. কে কায়দা মাফিক আবদুর রহমানকে আলাপ করিয়ে দেয়?
ক. মুজতবা আলী
খ. হরফুন মৌলা
● জিরার সাহেব
ঘ. খাজামোল্লা
১৮. আবদুর রহমান কার চাকর
● লেখকের
খ. অধ্যক্ষ কিরারের
গ. আমীর আলীর
ঘ. মন্ত্রী সাহেবের
১৯. সবকাজ করে দেবে-কে?
ক. অধ্যক্ষ জিরার
খ. মাননীয় মন্ত্রী
● আবদুর রহমান
ঘ. আমীর আলী
২০. ‘জুতো বুরুশ থেকে খুনখারাবি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. জুতা পলিশ ও খুন করা
● ছোট থেকে বড় সব কাজ
গ. ঝগড়া বিবাদ
ঘ. রান্না ও যতœ করা
২১. ‘হরফন-মৌলা’ কাকে বলে?
● সকল কাজ করতে পারে যে
খ. রান্না করতে পারে যে
গ. মারামারি করতে পারে যে
ঘ. সব সময় ঝগড়া করে যে
২২. বিকেলে দেখা হবে বলে কে চলে গেলেন?
ক. আবদুর রহমান
● অধ্যক্ষ জিরার
গ. মুজতবা আলী
ঘ. আমীর আলী
২৩. কাবুল শহরে লেখক কয়টি নরদানব দেখেছেন?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২৪. লেখকের দেখা দুটি নরদানবের একজন কে?
ক. জিরার
● লেখকের গৃহভৃত্য
গ. লেখকের বন্ধু
ঘ. লেখকের বাড়িওয়ালা
২৫. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে নরদানবের সঙ্গে সাদৃশ্য রয়েছে
কার?
ক. জিরারের
● আবদুর রহমানের
গ. মুজতবা আলীর
ঘ. খাজামোল্লার
২৬. আবদুর রহমান উচ্চতায় কত ফুট?
ক. চার ফুট
খ. পাঁচ ফুট
● ছয় ফুট
ঘ. সাত ফুট
২৭. দুই কাঁদি মর্তমান কলার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের?
ক. আবদুর রহমানের হাতের
● আবদুর রহমানের হাতের অঙ্গুল
গ. আবদুর রহমানের কান
ঘ. আবদুর রহমানে পায়ের অঙ্গুল
২৮. আবদুর রহমানের পায়ের সাইজ কিসের মতো?
ক. গাড়ির মতো
● ডিঙ্গি নৌকার মতো
গ. রিলিফ ম্যাপের মতো
ঘ. পান্তুয়ার মতো
২৯. ‘আমীর অঅবদুর রহমান’ বলতে লেখক কী বোঝাতে
চেয়েছেন?
● বাদশা আবদুর রহমান
খ. প্রভু আবদুর রহমান
গ. রাগী আবদুর রহমান
ঘ. কাজের লোক আবদুর রহমান
৩০. আবদুর রহমান আমির আবদুর রহমান হলে কোন দেশের ভার
বহন করতেন?
ক. আরবের
খ. বাংলাদেশের
● আফগানিস্তানের
ঘ. লন্ডনের
৩২. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে কোন কোন ঋতুর কথা প্রকাশ
পেয়েছে?
ক. গ্রীষ্ম-বর্ষা
খ. বর্ষা-হেমন্ত
● শীত-গ্রীষ্ম
ঘ. শীত-বসন্ত
৩৪. রুজ কী?
● গাল রাঙানোর প্রসাধনী ঙ
খ. চোখে মাখার প্রসাধনী
গ. গায়ে মাখার প্রসাধনী
ঘ. ঠোঁট রাঙানোর প্রসাধনী
৩৪. প্রথম দিন থেকে আবদুর রহমান কী করেছিল?
ক. ঝগড়া করেছিল
● নিচের দিকে তাকিয়েছিল
গ. পাহাড়ে রোজ বেড়াতে নিয়ে যেত
ঘ. অলসভাবে বসে থাকতে
৩৫. প্রথম দিন থেকে আবদুর রহমান কী করেছিল?
ক. ঝগড়া করেছিল
● নিচের দিকে তাকিয়েছিল
গ. পাহাড়ে রোজ বেড়াতে নিয়ে যেত
ঘ. অলসভাবে বসে থাকত
৩৬. ‘গুরুজনদের দিকে তাকাতে নেই’ এটি যে ব্যক্তি মানবে তার
মধ্যে কী রয়েছে?
ক. কুসংস্কার
খ. ভয়
গ. আশঙ্কা
● সংস্কার
৩৭. পান্তুয়া কিসের সঙ্গে তুলনীয়
● আবদুর রহমানের চোখ
খ. আবদুর রহমানের মাথা
গ. আবদুর রহমানের আঙুল
ঘ. আবদুর রহমানের বুক
৩৮. আবদুর রহমান কার মতো রান্না করবে বলে লেখকের মনে
হয়?
● ভীম সেন
খ. লক্ষণ সেন
গ. বল্লাল সেন
ঘ. অমল সেন
৩৯. লোকটা ভীমসেনের মত রান্না তো করবেই-লোকটা কে?
ক. অধ্যক্ষ জিরার
● আবদুর রহমান
গ. মুনির রহমান
ঘ. খাজা মোল্লা
৪০. আবদুর রহমান আগে কোথায় ছিল?
ক. জাহাজে
খ. জেলে
● পল্টন
ঘ. কাবুলে
৪১. পল্টন আবদুর রহমান কিসের চার্জে ছিল?
ক. বাড়ির
খ. বিদ্যালয়ের
গ. অফিসের
● মেসের
৪২. কত দিন হলো আবদুর রহমান খালাস পেয়েছে?
● এক মাস
খ. দুই মাস
গ. তিন মাস
ঘ. চার মাস
৪৩. রাইফেল চালাতে পার-উক্তিটি কার?
ক. অধ্যক্ষ জিরারের
খ. আবদুর রহমানের
● লেখকের
ঘ. কাবুলের মন্ত্রীর
৪৪. ফালুদা বানাতে কী লাগে?
ক. কাঁচা লঙ্কা
খ. জিরা
গ. চাল
● বরফ
৪৫. কোন পাহাড় থেকে বরফ আনা হয়?
ক. কাবুল পাহাড়
খ. খাইবার পাহাড়
● পাগমানের পাহাড়
ঘ. দার্জিলিংয়ের পাহাড়
৪৬. কখন বড় বড় গর্তে বরফ ভর্তি করে রাখা হয়?
ক. গ্রীষ্মকালে
● শীতকালে
গ. বসন্তকালে
ঘ. শরৎকালে
৪৭. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে কোন প্রাণীর কথা বলা হয়েছে?
ক. খচ্চর
খ. গরু
● গাধা
ঘ. ঘোড়া
৪৮. ‘রহমত তার এলাকার সকল খবর রাখে- রহমতের সাথে
‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির সাদৃশ্য রয়েছে?
ক. আবদুর রহমানের
খ. মাজতবা আলীর
গ. আমীর আলীর
ঘ. কাবুলের মন্ত্রীর।
৪৯. লেখক যেখানে থাকেন সেখান থেকে কাবুল কত মইলের
রাস্তা?
ক. তিন মাইল
● আড়াই মাইল
গ. দুই মাইল
ঘ. এক মাইল
৫০. আবদুর রহমানের বোঝাটি কেমন ছিল?
● পর্বতের মতো উঁচু
খ. পর্বতের মতো এবড়ো-থেবড়ো
গ. পর্বতের মতো শক্ত
ঘ. পর্বতের মতো উঁচু-নিচু
৫১. লেখকের আবদুর রহমানকে কী নিয়ে আসতে দেখলেন?
ক. অনেক বস্তা
● পর্বতপ্রমাণ বোঝা
গ. বড় গাড়ি
ঘ. খাবারের বস্তা,.দঙ
৫২. আবদুর রহমানের বোঝাটা কিসের থলে ছিল?
ক. দড়ির
খ. পলিথিনের
● জালের
ঘ. কাপড়ের
৫৩. ‘টাঙা’ কী?
ক. চাঁদোয়া
খ. মশারি
গ. কাঠের বাড়ি
● দুই চাকার গাড়ি
৫৭. গামলা ভর্তি কিসের মাংস ছিল?
ক. গরু
খ. মুরগি
গ. খাসি
● দুম্বা
৫৮. মাংসের গামলার মধ্যে লুকোচুরি খেলছিল কী?
ক. আলু
● কিশমিশ
গ. মসলা
ঘ. পেঁয়াজ
৫৯. কোফতা-পোলায়ের ওপর আস্ত কিসের রোস্ট?
ক. দুম্বার
খ. খাসির
● মুরগির
ঘ. হরিণের
৬০. “অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর”- এটি কী?
● প্রবাদ
খ. প্রবচন
গ. খনার বচন
ঘ. ছড়াকথা
৬১. ডাক্তারি কলেজের ছাত্রদের সঙ্গে কার সাদৃশ্য রয়েছে?
● আবদুর রহমানের
খ. মালিকের
গ. মন্ত্রী
ঘ. অধ্যক্ষের
৬৪. কাবুলি সবুজ চায়ের রং কেমন?
ক. সবুজ
● ফিকে হলুদ
গ. গাঢ় সবুজ
ঘ. হলুদ
৬৫. কাবুলিরা কয় পেয়ালা চা পান করে?
ক. চার
খ. পাঁচ
● ছয়
ঘ. সাত
৬৬. কাবুলিরা কত নম্বর পেয়ালায় চায়ে চিনি খায়?
● প্রথম
খ. তৃতীয়
গ. চতুর্থ
ঘ. পঞ্চম
৬৭. কফির পাত্রের সাইজ কেমন?
ক. বড়
● ছোট
গ. মাঝারি
ঘ. খুব বড়
৬৮. কফির পেয়ালার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের?
ক. নুনদানির ঙ
খ. মোমদানির
গ. পানির মগের
● চায়ের পেয়ালার
৬৯. সবশেষে আবদুর রহমান কী হাতে ঘরে ঢোকে?
ক. ফালুদা
খ. চায়ের পাত্র
● বাদাম-আখরোট
ঘ. পানি
৭০. কাবুলের পানি কেমন?
ক. গরম
খ. খোলা
গ. মিষ্টির মতো
● গলানো পাথরের মতো
৭১. পানশির কোথায়?
● উত্তর-আফগানিস্তান
খ. দক্ষিণ- আফগানিস্তান
গ. পূর্ব- আফগানিস্তান
‘ঘ. পশ্চিম- আফগানিস্তান
৭৩. পানশি মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর
করে যেন উড়ে চলে যায়- বাক্যটি কেমন?
● ভাবপ্রধান
খ. বাস্তবধর্মী
গ. নিরীক্ষামূলক
ঘ. কল্পকাহিনি
৭৪. ছেঁড়া ছেঁড়া ঁেপজা তুলোর মতো কী?
ক. পানি
খ. বাতাস
● বরফ
ঘ. ফুল
৭৫. কিসের ইঞ্জিনের সিটির শব্দ শোনা যায়?
ক. দুরুস সালামের
● দারুল আমানের
গ. দারুল মুলারের
ঘ. দারুল আমনের
৭৬. কাবুলের বাজারে কী পাওয়া যায়?
ক. বাদাম
খ. সবজি
● কালো চশমা
ঘ. ফালুদার বরফ
৭৭. পানশিরের হাওয়ার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের?
● ধারালো ছুরির
খ. ঘোড়ার তেজের
গ. ঠান্ডা বরফের
ঘ. ময়লাহীন ফুলের
৭৮. ‘ওরভোয়া’ কী ভাষার শব্দ?
ক. আরবি
● ফারসি
গ. ফরাসি
ঘ. উর্দু
৭৯. ‘তাগদ’ অর্থ কী?
ক. তাগাদা
● শক্তি
গ. দ্রæততা
ঘ. পুনরায়
৮০. ‘ব্র²রন্ধ’ কোথায়?
ক. তালুর সামনে
● তালুর কেন্দ্রে
গ. তালুর তলে
ঘ. তালুর পেছনে
৮১. ‘প্রবাস বন্ধু’ কী ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. কাব্যগ্রন্থ
● ভ্রমণকাহিনি
ঘ. প্রবন্ধ
৮২. ‘প্রবাস বন্ধু’ দেশে বিদেশে গ্রন্থের কোন অংশ?
ক. দ্বাদশ
● পঞ্চদশ
গ. একাদশ
ঘ. ত্রয়োদশ
৮৩. আফগানিস্তানের রাজধানী কোথায়?
● কাবুল
খ. সাইবেরিয়া
গ. দারুল
ঘ. খাজামোল্লা
৮৪. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে প্রকাশ ঘটেছে?
ক. লেখকের স্বদেশপ্রেম
● লেখকের ধৈর্য
গ. লেখকের আতিথেয়তা ‘
ঘ. লেখকের সরলতা
৮৫. লেখক আবদুর রহমানকে কীভাবে গ্রহণ করেছেন?
ক. ভয়ের সঙ্গে
● শ্রদ্ধার সঙ্গে
গ. বাধ্য হয়ে
ঘ. বিরক্ত হয়ে
৮৬. জিরার সাহেবের ক্ষেত্রে যে বিষয়টি সত্য-
র. তিনি একজন শিক্ষক
রর. তিনি একজন ফরাসি
ররর. তিনি ভীত মানুষ
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. রর ও ররর
গ. ররও ররর
ঘ. র, রর ও ররর
৮৭. ইনি ‘হরফন-মৌলা’। এই কথা দ্বারা প্রকাশ পায়-
র. আবদুর রহমান কাজের লোক
রর. আবদুর রহমান সব কাজ করবে
ররর. আবদুর রহমান সব কাজ পারবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. ররও ররর
● র, রর ও ররর
৮৮. আবদুর রহমানকে নরদানব বলার কারণ-
র. সে উঁচু লম্বা
রর. তার বিশাল শরীর
ররর. সে ভালো রাঁধে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. ররও ররর
ঘ. র, রর ও ররর
৮৯. আবদুর রহমান কখনো লেখকের দিকে তাকায়নি-কারণ
র. গুরুজনের দিকে তাকানো অনুচিত
রর. আবদুর রহমান সংস্কারপন্থী
ররর. লেখক আবদুর রহমানের গুরুজন
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. ররও ররর
ঘ. র, রর ও ররর
৯১. ‘ভরসা পেলুম, ভয়ও হলো’-লেখকের এ বাক্যে প্রকাশ
পেয়েছে-
র. শঙ্কা
রর. আশঙ্ক
ররর. শান্তি
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. ররও ররর
ঘ. র, রর ও ররর
৯৩. লেখকের নতুন থাকার জায়গার জন্য আবদুর রহমান ক্রয় করে
আনে-
র. রান্নার হাঁড়িপাতিল
রর. খাদ্যদ্রব্য
ররর. প্রয়োজনীয় সব কিছু
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. ররও ররর
● র, রর ও ররর
৯৪. মতিন বাজার থেকে অনেক বাজার একা বয়ে আনে। অন্য
কারও সাহায্য নেওয়ার প্রয়োজন তার মনেই হয় না।- মতিনের
সঙ্গে আবদুর রহমানের মিল হলো-
র. উভয়ে পরিশ্রমী
রর. উভয়েই সরল মনের
ররর. উভয়েরই বুদ্ধি একটু কম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
● র, রর ও ররর
৯৫. কাবুল শহরে নিশাচর হওয়ার জন্য তাগদ ও হাতিয়ার প্রয়োজন
হয়। কারণ-
র. এখানকার লোকজন কথায় কথায় ঝগড়া বচসা করে
রর. এখানে রাতে একা চলাফেরা নিরাপদ নয়
ররর. এখানে কোনো মানুষই ভালো না।
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
ঘ. র, রর ও ররর
৯৬. খানা টেবিলের সামনে গিয়ে আবদুর রহমান মেসের চার্জে ছিল
এ বিষয়ে লেখকের সন্দেহ দূর হলো কারণ-
র. টেবিলে অতিরিক্ত খাবার ছিল
রর. টেবিলে অনেক মানুষের খাবার ছিল
ররর. সে অনেক কিছু রান্না করেছিল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
● র, রর ও ররর
৯৭. ‘প্রবাস বন্ধু’ ভ্রমণ কাহিনিতে প্রকাশিত শব্দ পাওয়া যায়-
র. রজনী, অলস, আমান
রর. রজনী, পুনরপি, পেঁজা
ররর. বাগেবালা, সার্টেনলি, ফ্রান্স
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
● র, রর ও ররর
৯৮. আবদুর রহমানের সঙ্গে ডাক্তারি কলেজের ছাত্রের সাদৃশ্য
কোথায়?
র. একনিষ্ঠতা
রর. কোতূহলী
ররর. তন্ময়তা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. ররও ররর
● র, রর ও ররর
৯৯. ‘ব্যস উৎকৃষ্ট রেঁধেছে আবদুর রহমান-এখানে প্রকাশ পেয়েছে-
র. রান্নার উৎকর্ষতা
রর. পরিতৃপ্তি
ররর. প্রশংসা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
● র, রর ও ররর
১০০. বাগেবালার আঙুর সম্পর্কে লেখক বলেছেন-
র. এ আঙুর মশহুর
রর. এ আঙুর টক
ররর. বরফে ঢাকা থাকলেও তা হিম নয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
● র, রর ও ররর
১০১. কাবুলের চা হলো-
র. সবুজ চা
রর. পেয়ালায় ঢাললে সে চায়ের রং হলুদ হয়
ররর. কাবুলিরা ছোট পেয়ালায় তা পান করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
● র, রর ও ররর
১০২. আবদুর রহমানের বাড়ি সম্পর্কে বলা যায়-
র. পানশির উত্তর আফগানিস্তানে অবস্থিত
রর. সে খানে আবহাওয়া খুব ভালো
ররর. শীতকালে সাত দিন পর্যন্ত বরফ পড়ে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১০৩ থেকে ১০৫ নং প্রশ্নগুলোর উত্তর
দাও:
জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ করলুম যে ছ ফুটি পাঠনদের
চেয়েও একমাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে
আসছেন। তার নাম শেখ আহমদ আলী।
১০৩. উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ
● প্রবাস বন্ধু
খ. বন মানুষ
গ. মমতাদি
ঘ. মানুষ মুহম্মদ স..
১০৪. উদ্দীপকটির শেখ আহমদ আলী তোমার পঠিত রচনার কার
কথা মনে করিয়ে দেয়?
ক. অধ্যক্ষ জিরার
খ. খাজামোল্লা
● আবদুর রহমান
ঘ. মন্ত্রী সাহেবের
১০৫. উক্ত সাদৃশ্যের কারণ-
র. উভয়েই ছয় ফুটের বেশি উচ্চতার মানুষ
রর. উভয়েই খেকের সেবায় নিয়োজিত
ররর. তারা উভয়েই বদরাগী
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও:
রফিক সাহেব আতিকের শিক্ষক। আতিক কখনো তার
শিক্ষকের দিকে চোখ তুলে তাকায় না। যখনই তার ঘরে
শিক্ষক ঢোকে সে মাথা নিচু করে রাখে।
১০৬. উদ্দীপকের আতিকের সঙ্গে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির কার
সাদৃশ্য রয়েছে?
ক. খাজামোল্লা
খ. জিরার
● আবদুর রহমানের
ঘ. আমানের
১০৭. সাদৃশ্যের কারণ-
র. সংস্কার
রর. গুরুজনদের দেখে সম্মান করা
ররর. গুরুজনদের দিকে তাকাতে নেই একথায় বিশ্বাস করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১০৮ ও ১০৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাড়িতে মেহমান আসার কথা থাকায় রহিমা বেগম তার
কাজের মেয়ে মনিকে দুজনের খাবার রান্না করে। সন্ধ্যায়
মেহমান নিয়ে রহিমা বেগম খাবার টেবিলে বসলে সে খাবার
পরিবেশন করে।
১০৮. উদ্দীপকের মনির সঙ্গে কার সাদৃশ্য রয়েছে?
ক. জিরার
● আবদুর রহমানের
গ. আমানের
ঘ. মন্ত্রী মহাশয়ের
১০৯. এরূপ সাদৃশ্যের কারণ-
র. তারা উভয়ই কাজের লোক
রর. তারা উভয়ই পাকা রাঁধুনি
ররর. তারা উভয়ই মনিবের প্রতি নিষ্ঠাবান নয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১১০ ও ১১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কোথা হা হন্ত, চিরবসন্ত!
আমি বসন্তে মরি
বন্ধু যে যত স্বপ্নের মতো
বাসা ছেড়ে দিল ভঙ্গ
বাসা ছেড়ে দিল ভঙ্গ
নিশিদিন ধরে দাঁড়ায়ে
শিয়রে মোর পুরাতন ভৃত্য
১১০. ‘প্রবাস বন্ধু’ রচনায় উদ্দীপকের ভৃত্যের প্রতিরূপ কে?
ক. আমান
খ. জিরার
● আবদুর রহমান
ঘ. মনির রহমান
১১১. আবদুর রহমান ও পুরাতন ভৃত্য-
র. অসৎ
রর. নিষ্ঠাবান
ররর. দায়িত্বশীল
নিচের কোনটি সঠিক?
ক. র
খ. র ও রর
● ররও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১১২ ও ১১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আদিব তার বন্ধু তালহাকে বলে নাটোরে অনেক গরম
পড়ে।মাঠঘাট ফেটে চৌচির হয়ে হয়ে যায় রোদে। গরমে
মানুষ ঘর থেকে বের হতে পারে না। বেশিরভাগ সময় মানুষ
ঘরের ভেতরে থাকে।
১১২. উদ্দীপকের নাটোরের সঙ্গে ‘প্রবাস বন্ধু’ রচনার বর্ণিত কোন
স্থানের বিপরীত চিত্র প্রকাশ করে?
ক. ফ্রান্স
খ. ইংল্যান্ড
গ. কাবুল
● পানশির
১১৩. উক্ত স্থানের সঙ্গে বৈসাদৃশ্যের কারণ-
র. আবহাওয়ার বৈপরীত্য
রর. অতিরিক্ত অলসতা
ররর. অধিক গরম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
● র ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১১৪ ও ১১৫ নং প্রশ্নের উত্তর দাও:
দৃপ্তি এইচ.এস.সি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে ভারত
ভ্রমণে যায়। তারা ভারতের বিভিন্ন জায়গা যেমন কলকাতা,
দিল্লি ও আসাম ভ্রমণ করে। দৃপ্তির সবচেয়ে ভালো লাগে
কলকাতা। কলকাতায় গিয়ে সে বাংলায় কথা বলতে পারে।
বাংলাদেশি অনেক খাবারও সেখানে পাওয়া যায়। এ ভ্রমণে
তার বিচিত্র অবিজ্ঞতা অর্জন হয়।
১১৪. উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার কথা মনে করিয়ে
দেয়?
ক. বই পড়া
● প্রবাস বন্ধু
গ. আম আঁটির ভেঁপু
ঘ. আমার পরিচয়
১১৫. উদ্দীপক ও আলোচ্য রচনা সম্পর্কে যা সত্য-
র. ভ্রমণকাহিনি
রর. বিচিত্র অভিজ্ঞতার প্রকাশ ঘটায়
ররর. নতুন জায়গার বর্ণনা রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
● র, রর ও ররর
No comments
Thank you, best of luck