কত কাল ধরে।। বহুনির্বাচনি।। ষষ্ঠ শ্রেণি।। Class -6
১. প্রাচীনকালে বাঙালির প্রিয় মাছ কী ছিল?
(ক) রুই
(খ) পাবদা
(গ) কাতলা
(ঘ) ইলিশ
২. সেকালে বেশির ভাগ লোকজনের কাঁচা বাড়িতে বসবাসের কারণ কী ছিল?
(ক) অর্থের অভাব
(খ) গৃহ সরঞ্জামের অভাব
(গ) রুচিবোধের অভাব
(ঘ) অন্যের অনুকরণ
৩. সেকালে সাধারণ লোক জুতো পরতে পারতো না কেন?
(ক) ক্রয়ক্ষমতা ছিল না
(খ) অপছন্দ ছিল
(গ) বোঝা মনে হতো
(ঘ) রাষ্ট্রের নিষেধ ছিল
৪. বাংলাদেশের ইতিহাস কত বছরের?
(ক) এক হাজার বছরের
(খ) দুই হাজার বছরের
(গ) আড়াই হাজার বছরের
(ঘ) তিন হাজার বছরের
৫. লেখকের মতে, এদেশে কখন সাধারণ মানুষের মর্যাদা বেশি ছিল?
(ক) যখন দাস-দাসী ছিল না
(খ) যখন রাজ-রাজড়া ছিল না
(গ) যখন মোড়ল শ্রেণি ছিল না
(ঘ) যখন জাতিভেদ ছিল না
৬. 'প্রাচীনকালে মানুষের দাম ছিল বেশি' বলতে কী বোঝানো হয়েছে?
(ক) মূল্যবোধ বেশি কাজ করত
(খ) মানুষ বেশি দামে বেচাকেনা হতো
(গ) একে অন্যকে ভয় পেত
(ঘ) সমাজে শান্তি বিরাজ করত
৭. শাসকসমাজ সৃষ্টির মধ্য দিয়ে সমাজে কী ধরনের পরিবর্তন হয়েছে?
(ক) মানুষ দরিদ্র হয়েছে
(খ) মানুষের মধ্যে প্রভেদ বেড়েছে
(গ) সমাজে শান্তি এসেছে
(ঘ) সমাজে একতা এসেছে
৮. 'কত কাল ধরে' প্রবন্ধ অনুসারে এদেশে কত বছর আগে রাজার শাসন-শুরু হয়েছে?
(ক) বারো-তেরো শ বছর আগে
(খ) পনেরো-ষোলো শ বছর আগে
(গ) বিশ-একুশ শ বছর আগে
(ঘ) তেইশ-চব্বিশ শ বছর আগে
৯. ইতিহাসে বড়ো বড়ো অক্ষরে রাজাদের নাম লেখা হয়েছিল কেন?
(ক) রাজাদের মহত্ত্বের কারণে
(খ) রাজাদের ক্ষমতার কারণে
(গ) রাজাদের বীরত্বের কারণে
(ঘ) রাজাদের অর্থের কারণে
১০. হাজার বছর আগে মেয়েদের পরিধেয় বস্ত্র ছিল-
(ক) সালোয়ার-কামিজ
(খ) ম্যাক্সি
(গ) শাড়ি
(ঘ) লেহেঙ্গা
১১. প্রাচীনকালে পুরুষেরা কী পরত?
(ক) লুঙ্গি-গামছা
(খ) ধুতি-গেঞ্জি
(গ) ধুতি-চাদর
(ঘ) পাজামা-পাঞ্জাবি
১২. নিচের কোনগুলো প্রাচীনকালের মেয়েদের পোশাক ছিল?
(ক) শাড়ি, ওড়না
(খ) সালোয়ার-কামিজ
(গ) লেহেঙ্গা, ওড়না
(ঘ) শাড়ি, ধুতি
১৩. মখমলের কাপড় ব্যবহার করত শুধু-
(ক) মেয়েরা
(খ) ছেলেরা
(গ) পুরুষরা
(ঘ) বিত্তশালীরা
১৪. প্রাচীন বাংলায় জুতোর পরিবর্তে মানুষ কোনটি ব্যবহার করত?
(ক) চটি
(খ) বুট
(গ) খড়ম
(ঘ) পাদুকা
১৫. প্রাচীনকালে অলংকার ব্যবহারের মধ্য দিয়ে বাঙালি জাতির কোন দিকটি ফুটে উঠেছে?
(ক) পরিচ্ছন্নতা
(খ) সৌন্দর্যবোধ
(গ) আভিজাত্য
(ঘ) সচেতনতা
১৬. 'প্রাচীন বাঙালির' কীসের দিকে ঝোঁক ছিল?
(ক) সাজসজ্জার প্রতি
(খ) খাওয়াদাওয়ার প্রতি
(গ) খেলাধুলার প্রতি
(ঘ) অলংকারের প্রতি
১৭. সেকালে বড়োলোকের ছেলেরা কী পরত?
(ক) কচি কলাপাতার মাকড়ি
(খ) তরঙ্গ
(গ) সুবর্ণকুণ্ডল
(ঘ) বাজু
১৮. প্রাচীন বাংলার স্বর্ণালংকার পরত কারা?
(ক) শুধু ছেলেরা
(খ) শুধু মেয়েরা
(গ) বড়োলোকেরা
(ঘ) সবাই
১৯. বাঙালির বহু কালের প্রিয় খাদ্য কী?
(ক) ভাত
(খ) গম
(গ) ফল
(ঘ) মাছ
২০. 'সরু সাদা চালের গরম ভাতের কদর বেশি ছিল' বলতে কী বোঝানো হয়েছে?
(ক) এরকম খাবারের জনপ্রিয়তা বেশি ছিল
(খ) সবাই এরকম খাবার খেত
(গ) ধনীরাই শুধু এ ধরনের খাবার খেত
(ঘ) এসব খাবারের প্রতি মানুষের আগ্রহ ছিল কম
২১. প্রাচীনকালে কোথায় শুঁটকির চল ছিল?
(ক) দক্ষিণাঞ্চলে
(খ) পশ্চিমাঞ্চলে
(গ) উত্তরাঞ্চলে
(ঘ) পূর্বাঞ্চলে
২২. দই, খাসির মাংস, রোস্ট, পোলাও কোন সময়ের খাবার?
(ক) মধ্যযুগের
(খ) প্রাক-মধ্যযুগের
(গ) প্রাচীন যুগের
(ঘ) আধুনিক যুগের
২৩. প্রাচীন বাংলায় বিয়ে বা উৎসবে কোন মাংসের কদর বেশি ছিল?
(ক) মুরগির
(খ) হাঁসের
(গ) খাসির
(ঘ) হরিণের
২৪. বাঙালির প্রিয় ফল কী ছিল?
(ক) আম, জাম, পেয়ারা, লিচু
(খ) আম-কাঁঠাল, তাল-নারকেল
(গ) খেজুর-নারকেল, জাম-জামরুল
(ঘ) কলা-বেল, লিচু-আনারস
২৫. প্রাচীনকালে কোন খেলার বেশ প্রচলন ছিল?
(ক) কুস্তি
(খ) ক্রিকেট
(গ) ফুটবল
(ঘ) ব্যাডমিন্টন
২৬. প্রাচীনকালে বাংলাদেশের মেয়েরা কীসের খেলা খেলত?
(ক) দাবা
(খ) তাস
(গ) কড়ি
(ঘ) লুডু
২৭. প্রাচীনকালে বড়োলোকেরা কীসের খেলা খেলত?
(ক) বাঘ ও সিংহের
(খ) হাতি ও সিংহের
(গ) মোরগ ও মুরগির
(ঘ) হাতি ও ঘোড়া
২৮. প্রাচীনকালের কোন বিষয়টি বাঙালির সংস্কৃতি-মনস্কতার পরিচয় দেয়?
(ক) বাদ্যযন্ত্রের ব্যবহার
(খ) বিচিত্র পোশাক ব্যবহার
(গ) ছাতা-লাঠির ব্যবহার
(ঘ) গয়নার ব্যবহার
২৯. প্রাচীনকালে এদেশে যাতায়াতের প্রধান উপায় ছিল কোনটি?
(ক) জাহাজ
(খ) গোরুরগাড়ি
(গ) ভ্যান
(ঘ) নৌকা
৩০. মেয়েরা প্রাচীনকালে কীসে চড়ত?
(ক) গরুর গাড়িতে
(খ) নৌকায়
(গ) ডুলিতে
(ঘ) ঘোড়ায়
৩১. হাতির দাঁতের পালকি কোথায় পাওয়া যেত?
(ক) মন্দিরে
(খ) রাজবাড়িতে
(গ) জাদুঘরে
(ঘ) যোদ্ধাদের বাড়িতে
৩২. প্রাচীনকালে রাজবাড়িতে কীসের পালকি থাকত?
(ক) কাঠের
(খ) লোহার
(গ) হাতির দাঁতের
(ঘ) সিংহের দাঁতের
৩৩. 'কেউ প্রভু, কেউ ভৃত্য'- সমাজে এ বিভেদ কখন সৃষ্টি হয়?
(ক) রাজারা আসার পর
(খ) রাজারা চলে যাওয়ার পর
(গ) মন্ত্রী দায়িত্ব পাওয়ার পর
(ঘ) সরকার গঠনের পর
৩৪. রাজার আগমনে বাংলায় শুরু হয়-
i. প্রজা নিপীড়ন
ii. তোষামদের মাধ্যমে ধনী হওয়া
iii. বিনা কারণে গর্দান যাওয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩৫. বর্তমানে ব্যবহৃত পোশাক-পরিচ্ছদের সাথে আগেকার দিনের মানুষের ব্যবহৃত পোশাক পরিচ্ছদ যে তফাৎ ফুটিয়ে তোলে তা হলো-
i. রুচিবোধের ভিন্নতা
ii. সময় ও পরিবেশের ভিন্নতা
iii. মনমানসিকতার ভিন্নতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩৬. সাধারণ লোকেরা জুতা পরত না-
i. ক্রয়ক্ষমতার মধ্যে ছিল না বলে
ii. রুচিবোধের অভাব ছিল বলে
iii. রাষ্ট্রের রীতি-বিরুদ্ধ ছিল বলে
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) i ও ii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩৭. প্রাচীনকালে ছেলেরা ব্যবহার করত-
i. ঘোড়াচূড়
ii. সুবর্ণকুণ্ডল
iii. তারঙ্গ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii
(গ) iii
(ঘ) i, ii ও iii
৩৮. পুরোনো সাহিত্যে ভালো খাবারের নমুনায় পাওয়া যায়-
i. গরম ভাত
ii. নালিতা শাক
iii. গাওয়া ঘি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৩৯. প্রাচীন বাংলার মানুষের নিত্যপ্রিয় খাবার ছিল-
i. ডাল, ভাত
ii. ক্ষীর, দই
iii. পায়েস, ছানা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪০. সে কালের অবস্থাপন্ন লোকদের যানবাহন ছিল-
i. হাতি ও ঘোড়ার গাড়ি
ii. নৌকা ও গরুর গাড়ি
iii. সাজানো গোছানো পালকি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪১. উদ্দীপকে কোন সময়ের খাবারের উল্লেখ আছে?
(ক) আধুনিক যুগের
(খ) প্রাক-মধ্যযুগের
(গ) মধ্যযুগের
(ঘ) প্রাচীন যুগের
৪২. বর্তমান যুগের সাথে অতীতের খাবারের তুলনার মধ্য দিয়ে যে সত্যটি বেরিয়ে আসে তা হলো-
i. অতীতের মানুষেরা ভোজনপ্রিয় ছিল
ii. অতীতে অনুষ্ঠানগুলোই ছিল ভালো খাবারের প্রধান উৎস
iii. বর্তমানের মানুষ ভালো খাবার পছন্দ করে না
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪৩. উদ্দীপকের আবহের সাথে 'কত কাল ধরে' রচনার মিল কোথায়?
(ক) ঘোড়া ব্যবহারের কথায়
(খ) পালকি ব্যবহারের কথায়
(গ) যানবাহনের কথায়
(ঘ) হাতি ব্যবহারের কথায়
৪৪. 'পালকির ব্যবহার' 'কত কাল ধরে' রচনায় যে বিষয়টিকে নির্দেশ করছে-
i. প্রাচীন ঐতিহ্য
ii. আইনের শাসন
iii. বাঙালির বিলাসপ্রিয়তা
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও ii
(ঘ) i, ii ও iii
৪৫. রাজার অধীনে ছোটো ছোটো রাজাকে কী বলা হয়?
(ক) ছোটো রাজা
(খ) মন্ত্রী
(গ) সামন্ত
(ঘ) আমলা
৪৬. 'বৌদলতে' শব্দের অর্থ কী?
(ক) ছোটো বাহন
(খ) প্রভাতে
(গ) ফুলের বৃন্ত
(ঘ) বিষণ্ণ
৪৭. সুবর্ণকুণ্ডল নামক অলংকারটি কী দিয়ে তৈরি করা হতো?
(ক) তামা
(খ) পিতল
(গ) সোনা
(ঘ) রূপা
৪৮. কানে পরার দুলকে কী বলা হয়?
(ক) বালা
(খ) হার
(গ) তারঙ্গ
(ঘ) মাতঙ্গ
৪৯. 'ডুলি' শব্দের অর্থ কী?
(ক) ছোটো পালকি
(খ) বড়ো পালকি
(গ) রিকশা
(ঘ) ডাঙ্গুলী
৫০. পদ্মফুলের কোন অংশকে 'পদ্মবৃত্ত' বলা হয়?
(ক) ডগা
(খ) কাণ্ড
(গ) বোঁটা
(ঘ) মুণ্ড
৫১. 'তিলপল্লব' কী?
(ক) তিলের নতুন পাতা
(খ) ডালের নতুন পাতা
(গ) ছোটো পাতা
(ঘ) বৃহৎ পাতা
৫২. 'নিরানন্দ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
(ক) বিষণ্ণ
(খ) প্রফুল্ল
(গ) অসুখী
(ঘ) আনন্দহীন
৫৩. 'শীর্ণ' শব্দটির সমার্থক কোন শব্দগুচ্ছ?
(ক) কৃশ, ক্ষীণ, রোগা
(খ) কৃশ, ক্ষীণ, মোটা
(গ) ক্ষীণ, রোগা, বৃহৎ
(ঘ) কৃশ, ক্ষীণ, খর্ব
৫৪. 'ডুলি' বলতে বোঝায়-
i. বাস
ii. পালকি
iii. ছোটো বাহন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৫৫. তাবিজ বা তার সুতোকে বলা হয়-
i. তাগা
ii. বেষ্টনী
iii. মাদুলি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৫৬. কোথায় সবরকম মানুষের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়?
(ক) ইতিহাসে
(খ) জাদুঘরে
(গ) লাইব্রেরিতে
(ঘ) বই-পুস্তকে
৫৭. প্রাচীনকালে পুরুষেরা কোন পোশাক পরত?
(ক) লুঙ্গি
(খ) পায়জামা
(গ) ধুতি-চাদর
(ঘ) প্যান্ট
৫৮. 'খড়ম' কীসের তৈরি?
(ক) লোহার
(খ) স্টিলের
(গ) পিতলের
(ঘ) কাঠের
৫৯. সেকালে ধনীরা কীসের জিনিস পরার সুযোগ পেত?
(ক) হীরার
(খ) রূপার
(গ) সোনার
(ঘ) তামার
৬০. অতীতকালে বাঙালির প্রিয় খাবার কোনগুলো ছিল?
(ক) ডাল-মাছ-ভাত
(খ) ডাল-ভর্তা-ভাত
(গ) শাক-ভাত-গোশত
(ঘ) ভাত-মাছ-তরকারি
৬১. সেকালে মানুষ কোন পথে বেশি যাতায়াত করত?
(ক) স্থলপথ
(খ) জলপথ
(গ) আকাশপথ
(ঘ) গিরিপথ
৬২. প্রাচীনকালে সাধারণ মানুষ স্বপ্ন দেখত-
(ক) গাড়িতে চড়ে ভ্রমণের
(খ) উন্নত পোশাক পরার
(গ) আত্মীয়ের বাড়িতে বেড়ানোর
(ঘ) সরু চালের সাদা গরম ভাতের
৬৩. প্রাচীনযুগেও লেখক-কবিদের লেখার বিষয় ছিল-
i. আনন্দ
ii. সমৃদ্ধি
iii. দারিদ্র্য ও বেদনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৬৪. প্রাচীন বাংলার ইতিহাস পাঠের মধ্য দিয়ে জানা যায়-
i. প্রাচীনকালের জীবন ও জীবিকা সম্পর্কে
ii. আধুনিক জীবনের সাথে প্রাচীন জীবনের পার্থক্য
iii. অতীত ও বর্তমানের সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৬৫. আনিসুজ্জামানের বড়ো পরিচয় কোনটি?
(ক) প্রাবন্ধিক, গবেষক, শিক্ষাবিদ
(খ) গবেষক, নাট্যকার, সাহিত্যিক
(গ) কবি, শিক্ষাবিদ, গীতিকার
(ঘ) প্রাবন্ধিক, কবি, ঔপন্যাসিক
৬৬. আনিসুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯৩৭
(খ) ১৯৩৮
(গ) ১৯৩৯
(ঘ) ১৯৪০
৬৭. আনিসুজ্জামান কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) ঢাকায়
(খ) কলকাতায়
(গ) চট্টগ্রামে
(ঘ) লাহোরে
৬৮. আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন পদে কর্মরত?
(ক) অধ্যাপক
(খ) সহকারী অধ্যাপক
(গ) সহযোগী অধ্যাপক
(ঘ) এমিরিটাস অধ্যাপক
৬৯. অধ্যাপক আনিসুজ্জামানের লিখিত গ্রন্থ কোনটি?
(ক) পায়ের আওয়াজ পাওয়া যায়
(খ) বীরাঙ্গনা
(গ) বাংলা ভাষার ইতিবৃত্ত
(ঘ) মুসলিম বাংলার সাময়িকপত্র
৭০. 'বাংলা সাহিত্যের ইতিহাস' গ্রন্থটি কারা প্রকাশ করে?
(ক) নজরুল একাডেমি
(খ) বিশ্বসাহিত্য কেন্দ্র
(গ) বাংলা একাডেমি
(ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
৭১. কোনটি আনিসুজ্জামানের সম্পাদনা গ্রন্থ?
(ক) বাংলা সাহিত্যের ইতিহাস
(খ) স্বরূপের সন্ধানে
(গ) মুসলিম মানস ও বাংলা সাহিত্য
(ঘ) মুনীর চৌধুরী
৭২. আনিসুজ্জামানকে ভারত সরকার কোন উপাধিতে ভূষিত করেছে?
(ক) পদ্মভূষণ
(খ) ভারতরত্ন
(গ) অশোকচক্র
(ঘ) ভারতেন্দু
৭৩. আনিসুজ্জামান কোথায় মৃত্যুবরণ করেন?
(ক) ঢাকা
(খ) কলকাতা
(গ) বার্লিন
(ঘ) নিউইয়র্ক
৭৪. আনিসুজ্জামানের গবেষণার বিষয় ছিল-
i. বাংলা ভাষা
ii. বাংলা সাহিত্য
iii. বাংলা প্রকৃতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৭৫. সাহিত্য সাধনা ও গবেষণার জন্য আনিসুজ্জামান লাভ করেন অসংখ্য-
i. পদক
ii. সনদপত্র
iii. পুরস্কার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
No comments
Thank you, best of luck