About me
প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার ব্লগ (ওয়েবসাইট) ভিজিট করার জন্য ।
এখানে প্রকাশিত লেখাগুলো সম্পূর্ণ আমার নিজের ভালো লাগা বা দৃষ্টিভঙ্গি। তাই আমার লেখায় ভুল ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক । সেক্ষেত্রে কমেন্ট করে বা মেইল করে জানালে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব।
এবার আমার সম্পর্কে কিছু বলি।
আমি একজন শিক্ষক। ছাত্রদের মাঝে বেঁচে থাকাই আমার স্বপ্ন। সেই স্বপ্ন থেকেই এ ওয়েবসাইট (ব্লগ)।বইপড়া, মুভিদেখা, টেকনোলজি অনেক ভালো লাগে। আইসিটির প্রতি রয়েছে আমার বিশেষ দুর্বলতা। ইতোমধ্যে মুক্তপাঠ থেকে আইসিটি, শিক্ষা, গবেষণাসহ বিভিন্ন বিষয়ে ত্রিশটি কোর্স সম্পন্ন করেছি। এখনো বিভিন্ন কোর্স করে চলেছি। এছাড়াও লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ৫০ দিনের ‘ডিজিটাল মার্কেটিং’ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছি। (Professional Outsourcing Training) এ প্রশিক্ষণেই ব্লগ বা ওয়েবসাইট তৈরির বিষয়ে ধারণা পেয়ে এ ওয়েবসাইটটি তৈরি করেছি। লেখালেখি আমার প্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম। সেই ভালো লাগার বিষয়গুলো ব্লগে শেয়ার করার চেষ্টা করি। সম্মানিত সহকর্মীদের ও প্রিয় ছাত্রদের সামান্য উপকারে আসলে আমি নিজেকে ধন্য মনে করব।
আবারও ধন্যবাদ এটুকু মনোযোগ সহকারে পড়ার জন্য।
পতিতপাবন মণ্ডল (পাবন)
বাংলা বিভাগীয় প্রধান
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ
ইমেইল- pabonprodipto@gmail.com