সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে ৫ম ‘গ্রেগরিয়ান ন্যাশনাল নলেজ ফিয়েস্তা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে
স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যন্ড কলেজ আগামী ১৭ ও ১৮ অক্টোবর, ২০২৫ তারিখে ৫ম ‘গ্রেগরিয়ান ন্যাশনাল নলেজ ফিয়েস্তা-২০২৫’ আয়োজন করতে যাচ্ছে। "The wisdom of youth — the power to change the world" স্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য থাকছে নানা আয়োজন।
উৎসবের সূচনা ও সমাপনী:
উৎসবটি উদ্বোধন হবে  ১৭ অক্টোবর, শুক্রবার,  ২০২৫ খ্রি, সকাল ১০ টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার প্ল্যাসিড পিটার রিবেরু, সিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ব্রাদার লিওনার্ড চন্দন রোজারিও, সিএসসি।
১৮ অক্টোবর, ২০২৫ বিকেল ৪:০০ টায় উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক গ্রেগরিয়ান ডাক্তার তাহমিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গ্রেগরিয়ান ডাক্তার রিয়াজ মোবারক।
অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় উপহার:
এই উৎসবে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহিত করার জন্য থাকছে বিশেষ উপহার। প্রত্যেক অংশগ্রহণকারীকে দেওয়া হবে:
অংশগ্রহণের সার্টিফিকেট
টি-শার্ট
স্ন্যাকস
সফট ড্রিংক
বিজয়ীদের জন্য থাকছে উইনার ক্রেস্ট ও সার্টিফিকেট, যা তাদের কৃতিত্বের স্মারক হয়ে থাকবে।
প্রতিযোগিতার বিভিন্ন বিভাগ:
এবারের নলেজ ফিয়েস্তায় একক, দলীয় এবং সাবমিশন ভিত্তিক বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রাইমারি সেগমেন্টের জন্য থাকছে বাংলা কুইজ, ইংরেজি কুইজ, একক কুইজ, ড্রয়িং এবং হ্যান্ডরাইটিং।
অন্যান্য সেগমেন্টগুলোর মধ্যে রয়েছে বাংলা কুইজ, সায়েন্স কুইজ, ইংলিশ কুইজ, একক কুইজ, স্পোর্টস কুইজ, মুভি কুইজ, হিরোস অ্যাসেম্বল , অ্যানিমে কুইজ, হিস্ট্রি কুইজ, ব্রেইনবাজ, আইটি কুইজ, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ড্রয়িং ও হ্যান্ডরাইটিং।
দলীয় বিভাগের মধ্যে রয়েছে মেগা কুইজ, কুইজ লীগ, ওয়াল ম্যাগাজিন, ফটোগ্রাফি, ইনফর্মেটিভ রিলস, ক্রিয়েটিভ রাইটিং এবং ওয়ান পিস। দলীয় ইভেন্টগুলোতে রয়েছে আকর্ষণীয় প্রাইজ মানি।
সারা দেশের ৪০-৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে যোগ দেবে বলে আয়োজরা জানিয়েছে।
আয়োজকরা আশা করছেন, এই উৎসব শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের অন্বেষণকে আরও বাড়িয়ে তুলবে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হবে।
 
No comments
Thank you, best of luck