header ads

অনুচ্ছেদ।। বিশ্ববিদ্যালয়।। নবম শ্রেণি-দশম।। এসএসসি।।


বিশ্ববিদ্যালয় হলো উচ্চশিক্ষা ও গবেষণার এমন এক বাতিঘর, যেখানে একদিকে যেমন অর্জিত জ্ঞানের আলো বিতরণ করা হয়, তেমনই নতুন জ্ঞান সৃষ্টির নিরন্তর সাধনা চলে। এটি মূলত বহু বিদ্যা চর্চার একটি সমন্বিত কেন্দ্র, যা মুক্তচিন্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনের প্রধান সোপান হিসেবে কাজ করে। একটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রধানত দুটি ধারায় বিভক্ত। প্রথমত, জ্ঞান বিতরণ, যা স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সঞ্চারিত হয়। এই গুরুদায়িত্বে নিয়োজিত থাকেন অধ্যাপকবৃন্দ, যাঁরা নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। দ্বিতীয় ধারাটি হলো জ্ঞান সৃষ্টি, যেখানে গবেষকগণ এমফিল ও পিএইচডি ডিগ্রির আওতায় জগতের অজানা রহস্য উন্মোচনে ব্রতী হন। এভাবেই বিশ্ববিদ্যালয় একইসাথে শিক্ষক ও গবেষক তৈরির আঁতুড়ঘরে পরিণত হয়। এর বিদ্যাশাখাগুলো অত্যন্ত বিস্তৃত; সাধারণত মানবিক, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, বাণিজ্য, আইন, কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও চারুকলার মতো বিভিন্ন অনুষদে বিভক্ত থেকে জ্ঞানের প্রতিটি শাখাকে সমৃদ্ধ করে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, জ্ঞানচর্চার এই কেন্দ্রগুলোর শিকড় বহু গভীরে প্রোথিত। প্রাচীন ভারতীয় উপমহাদেশে গড়ে উঠেছিল নালন্দা মহাবিহার, যা ছিল একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। এর অবস্থান বর্তমান বাংলাদেশের অদূরেই ছিল। আজও সগৌরবে টিকে থাকা পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টি হলো মরক্কোর ফেজ শহরে অবস্থিত আল কারাওয়াইন বিশ্ববিদ্যালয়। ইউরোপে ইতালির বোলোগনা বিশ্ববিদ্যালয়কেও অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, যা ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়ে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাতি লাভ করে। এই বিশ্ববিদ্যালয়টি আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি জাতীয় জাগরণে অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমানে বাংলাদেশে স্বায়ত্তশাসিত, সরকারি, বেসরকারি, বিশেষায়িতসহ দেড় শতাধিক বিশ্ববিদ্যালয় জ্ঞান বিস্তারে কাজ করে যাচ্ছে। পরিশেষে বলা যায়, বিশ্ববিদ্যালয় কেবল একটি ইট-পাথরের স্থাপনা নয়, বরং এটি একটি জাতির মেধা, মনন ও স্বপ্নের প্রাণকেন্দ্র। যুগ যুগ ধরে সঞ্চিত জ্ঞানকে ধারণ করে এবং নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে বিশ্ববিদ্যালয় মানব সভ্যতাকে কল্যাণময় ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। এর আলোই ভবিষ্যৎ প্রজন্মের পথ দেখায়।



No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.