এসএসসি ২০২৬ বাংলা দ্বিতীয় পত্র।। MCQ মডেল টেস্ট।।
১. কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান?
ক. ধ্বনি
খ. শব্দ
গ. বর্ণ
ঘ. বাক্য
২. বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কতটি?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৩. কোনগুলো তাড়িত ব্যঞ্জন?
ক. ব, ম
খ. ড়, ঢ়
গ. প, ত
ঘ. স, হ
৪. পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?
ক. ম
খ. ন
গ. ল
ঘ. থ
৫. ‘দৃশ্য’ এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
ক. দ্রিষ্য
খ. দ্রিস্শো
গ. দ্রিশ্শ
ঘ. দ্রিশ্শো
৬. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, তাকে কী বলে?
ক. নির্দেশক
খ. বলক
গ. বিভক্তি
ঘ. বচন
৭. ‘আরক্ত’ শব্দে ‘আ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
ক. অপূর্ণ
খ. ঈষৎ
গ. অভাব
ঘ. বিপরীত
৮. বাংলা উপসর্গ মোট কতটি?
ক. ১৮টি
খ. ১৯টি
গ. ২০টি
ঘ. ২১টি
৯. ‘ভাব’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?
ক. বাঘা
খ. জ্যাঠামি
গ. কানাই
ঘ. বাহাদুরি
১০. অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
ক. কানাই
খ. গেঁয়ো
গ. বেতো
ঘ. চোরা
১১. ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
ক. হাতেখড়ি
খ. লালপেড়ে
গ. গোঁফখেজুরে
ঘ. সেতার
১২. উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডার কয় শ্রেণিতে বিভক্ত?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১৩. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
ক. মাতাপিতা
খ. সাহিত্যসভা
গ. জ্ঞানশূন্য
ঘ. সুশীল
১৪. ‘ইত্তেফাক’ কোন জাতীয় নাম-বিশেষ্য?
ক. স্থাননাম
খ. কালনাম
গ. ব্যক্তিনাম
ঘ. সৃষ্টিনাম
১৫. গতকাল একজন বিদেশ গেল। এ বাক্যে ‘একজন’ শব্দটি কোন সর্বনাম?
ক. নির্দেশক
খ. সাপেক্ষ
গ. প্রশ্নবাচক
ঘ. অনির্দিষ্ট
১৬. ‘পাথুরে মূর্তি’ এখানে ‘পাথুরে’ কোন প্রকারের বিশেষণ?
ক. উপাদানবাচক
খ. অবস্থাবাচক
গ. বর্ণবাচক
ঘ. পরিমাণবাচক
১৭. ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে কী তৈরি হয়?
ক. শব্দ
খ. বাক্য
গ. ক্রিয়াপদ
ঘ. সর্বনাম পদ
১৮. গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১৯. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২০. ‘তাকে আসতে বললাম, তবু এলো না।’—বাক্যটি কোন যোজক নির্দেশ করে?
ক. সাধারণ যোজক
খ. বিরোধ যোজক
গ. কারণ যোজক
ঘ. সাপেক্ষ যোজক
২১. যাকগে, ওসব কথা থাক। বাক্যে ‘যাকগে’ কোন আবেগ?
ক. বিরক্তি
খ. সিদ্ধান্ত
গ. করুণা
ঘ. অলংকার
২২. গঠন-বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২৩. ‘সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে’—বাক্যে ‘খেয়ে আর ঘুমিয়ে’ কোন বর্গ?
ক. ক্রিয়াবর্গ
খ. ক্রিয়াবিশেষণ বর্গ
গ. বিশেষ্যবর্গ
ঘ. বিশেষণবর্গ
২৪. বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?
ক. উদ্দেশ্য
খ. বিধেয়
গ. পূরক
ঘ. প্রসারক
২৫. ‘পাখিগুলো নীল আকাশে উড়ছে।’—গঠনবৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো—
ক. সরল
খ. মিশ্র
গ. জটিল
ঘ. যৌগিক
২৬. অভিধানে অর্থ গ্রহণের বেলায় শব্দের কোনটিকে প্রাধান্য দেওয়া হয়?
ক. বাচ্যার্থ
খ. লক্ষ্যার্থ
গ. গৌণার্থ
ঘ. অর্থপ্রসার
২৭. ‘অত্যন্ত গরিব’ অর্থ কোন বাগ্ধারার মধ্যে রয়েছে?
ক. ননীর পুতুল
খ. তালকানা
গ. ছা-পোষা
ঘ. ঠোঁট কাটা
২৮. ‘কুন্তল’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. চোখ
খ. কান
গ. চুল
ঘ. কপাল
২৯. ‘ভীরু’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. নির্ভীক
খ. শক্তিশালী
গ. জাগ্রত
ঘ. প্রবল
৩০. ‘বাঁদি’ শব্দটি দ্বারা ফরিয়াদি বোঝালেও ‘বাদী’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়?
ক. চাকরানি
খ. মতাদর্শ
গ. যথার্থ
ঘ. দেয়াল
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১৩. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
ক. মাতাপিতা
খ. সাহিত্যসভা
গ. জ্ঞানশূন্য
ঘ. সুশীল
১৪. ‘ইত্তেফাক’ কোন জাতীয় নাম-বিশেষ্য?
ক. স্থাননাম
খ. কালনাম
গ. ব্যক্তিনাম
ঘ. সৃষ্টিনাম
১৫. গতকাল একজন বিদেশ গেল। এ বাক্যে ‘একজন’ শব্দটি কোন সর্বনাম?
ক. নির্দেশক
খ. সাপেক্ষ
গ. প্রশ্নবাচক
ঘ. অনির্দিষ্ট
১৬. ‘পাথুরে মূর্তি’ এখানে ‘পাথুরে’ কোন প্রকারের বিশেষণ?
ক. উপাদানবাচক
খ. অবস্থাবাচক
গ. বর্ণবাচক
ঘ. পরিমাণবাচক
১৭. ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে কী তৈরি হয়?
ক. শব্দ
খ. বাক্য
গ. ক্রিয়াপদ
ঘ. সর্বনাম পদ
১৮. গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১৯. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২০. ‘তাকে আসতে বললাম, তবু এলো না।’—বাক্যটি কোন যোজক নির্দেশ করে?
ক. সাধারণ যোজক
খ. বিরোধ যোজক
গ. কারণ যোজক
ঘ. সাপেক্ষ যোজক
২১. যাকগে, ওসব কথা থাক। বাক্যে ‘যাকগে’ কোন আবেগ?
ক. বিরক্তি
খ. সিদ্ধান্ত
গ. করুণা
ঘ. অলংকার
২২. গঠন-বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২৩. ‘সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে’—বাক্যে ‘খেয়ে আর ঘুমিয়ে’ কোন বর্গ?
ক. ক্রিয়াবর্গ
খ. ক্রিয়াবিশেষণ বর্গ
গ. বিশেষ্যবর্গ
ঘ. বিশেষণবর্গ
২৪. বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?
ক. উদ্দেশ্য
খ. বিধেয়
গ. পূরক
ঘ. প্রসারক
২৫. ‘পাখিগুলো নীল আকাশে উড়ছে।’—গঠনবৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি হলো—
ক. সরল
খ. মিশ্র
গ. জটিল
ঘ. যৌগিক
২৬. অভিধানে অর্থ গ্রহণের বেলায় শব্দের কোনটিকে প্রাধান্য দেওয়া হয়?
ক. বাচ্যার্থ
খ. লক্ষ্যার্থ
গ. গৌণার্থ
ঘ. অর্থপ্রসার
২৭. ‘অত্যন্ত গরিব’ অর্থ কোন বাগ্ধারার মধ্যে রয়েছে?
ক. ননীর পুতুল
খ. তালকানা
গ. ছা-পোষা
ঘ. ঠোঁট কাটা
২৮. ‘কুন্তল’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. চোখ
খ. কান
গ. চুল
ঘ. কপাল
২৯. ‘ভীরু’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. নির্ভীক
খ. শক্তিশালী
গ. জাগ্রত
ঘ. প্রবল
৩০. ‘বাঁদি’ শব্দটি দ্বারা ফরিয়াদি বোঝালেও ‘বাদী’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়?
ক. চাকরানি
খ. মতাদর্শ
গ. যথার্থ
ঘ. দেয়াল
No comments
Thank you, best of luck