header ads

গ্রেগরিয়ান ন্যাশনাল নলেজ ফিয়েস্তা ২০২৫–এর বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে ।

বিশেষ প্রতিবেদক, লক্ষ্মীবাজার, ঢাকা, ১৯.১০.২০২৫ ।।





ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী আয়োজিত ৫ম গ্রেগরিয়ান ন্যাশনাল নলেজ ফিয়েস্তা–২০২৫ শনিবার এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়। “The wisdom of youth — the power to change the world” শিরোনামে আয়োজিত এই জ্ঞান-উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কলেজ প্রাঙ্গনে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।



এই জ্ঞান উৎসবে অংশ নেয় দেশের বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যার মধ্যে উল্লেখযোগ্য—ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার গভর্নমেন্ট গার্লস হাই স্কুলসহ রাজধানীর প্রায় ৫০টির মতো শিক্ষা প্রতিষ্ঠান। দুই দিনব্যাপী (১৭ ও ১৮ অক্টোবর) আয়োজনে অংশ নেয় দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেগরিয়ান ডাক্তার তাহমিদ আহমেদ, নির্বাহী পরিচালক, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেগরিয়ান প্রফেসর ডাক্তার রিয়াজ মোবারক, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হাই ডিপেনডেন্সি ও আইসোলেশন ইউনিট, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। সভাপতিত্ব করেন ব্রাদার প্ল্যাসিড পিটার রিবেরু, সিএসসি, অধ্যক্ষ, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্রাদার লিওনার্ড চন্দন রোজারিও, সিএসসি, উপাধ্যক্ষ, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ  এবং পতিতপাবন মণ্ডল, বাংলা বিভাগীয় প্রধান ও গ্রেগরিয়ান কুইজ ক্লাবের মডারেটর।





স্বাগত ভাষণে পতিতপাবন মণ্ডল বলেন, “দুই দিনব্যাপী এই জ্ঞান উৎসব শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চার এক অসাধারণ পরিবেশ তৈরি করেছে। প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা শুধু জ্ঞান নয়, সহযোগিতা, সহানুভূতি ও নৈতিক মূল্যবোধ অর্জনের সুযোগ পেয়েছে, যা প্রকৃত শিক্ষার অন্যতম অনুষঙ্গ।”







প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার তাহমিদ আহমেদ বলেন, “কুইজ প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতা নয়, এটি জ্ঞানের এক উৎসব, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চিন্তাশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়াতে পারে। যারা জ্ঞানচর্চায় নিয়োজিত থাকবে, তারাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে।” স্টিফেন হকিং–এর উদ্ধৃতি টেনে তিনি বলেন, “Knowledge will make us ready to meet the challenges of a changing world.” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল থাকো—কারণ তারাই তোমাদের জ্ঞানের পথে আলোকবর্তিকা।”

বিশেষ অতিথি প্রফেসর ডাক্তার রিয়াজ মোবারক তার বক্তব্যের শুরুতেই আবেগভরে স্মরণ করেন নিজের স্কুলজীবন। তিনি বলেন, “আমি পৃথিবীর অনেক ভালো প্রতিষ্ঠানে পড়েছি, কিন্তু সেন্ট গ্রেগরীতে পাওয়া ভালোবাসা ও অনুপ্রেরণা আমি কোনোদিন ভুলব না।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সেন্ট গ্রেগরীর ঐতিহ্য জ্ঞানে, সেবায় ও মানবিকতায়—তোমরাও সেই আলোকে বহন করো।”





সভাপতির বক্তব্যে ব্রাদার প্ল্যাসিড পিটার রিবেরু বলেন, “জ্ঞান অর্জনের মূল লক্ষ্য সমাজ পরিবর্তন, আর সমাজ পরিবর্তনের প্রথম শর্ত হলো নিজেকে পরিবর্তন করা। তোমরা যদি জ্ঞানের চর্চা অব্যাহত রাখো, তবে তোমরাই তৈরি করবে এমন এক জ্ঞানরাজ্য, যেখানে সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিকতা একসূত্রে মিলিত হবে।” তিনি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, শিক্ষক ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই উৎসবের সাফল্য আমাদের সম্মিলিত পরিশ্রমের ফল। আমরা প্রমাণ করেছি—The wisdom of youth is truly the power to change the world.”



অনুষ্ঠানে দুই দিনের বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে ট্রফি/ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের করতালি আর শিক্ষকদের মুখে গর্বের হাসিতে সেদিন শিক্ষালয় প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে।

উল্লেখ্য, এই নলেজ ফিয়েস্তায় অনুষ্ঠিত হয় নানা ধরণের প্রতিযোগিতা ও শিক্ষামূলক আয়োজন—কুইজ, দেওয়াল পত্রিকা প্রদর্শনী, ক্রিয়েটিভ রাইটিং, অঙ্কন, টেকনোলজি এক্সিবিশনসহ জ্ঞানের নানা শাখায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মেলবন্ধন।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্ট গ্রেগরীর সিনিয়র শিক্ষক রামকুমার ভট্টাচার্য ও ইশিতা গোমেজ। সমাপনী পর্বে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী, স্বেচ্ছাসেবক ও অফিস সহায়কদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।  শেষে সবাই মিলে দলীয় ছবিতে অংশ নিয়ে স্মরণীয় মুহূর্তটি ধরে রাখেন।

দুই দিনব্যাপী এই আয়োজন আবারও প্রমাণ করেছে—সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি জ্ঞান, মানবতা ও নেতৃত্বগুণ বিকাশের এক উজ্জ্বল প্রতীক।


























No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.