header ads

নবম-দশম শ্রেণি।। বাংলা।। কপোতাক্ষ নদ।। এমসিকিউ[MCQ]

কপোতাক্ষ নদ - মাইকেল মধুসূদন দত্ত

লেখক পরিচিতি :
নাম মাইকেল মধুসূদন দত্ত
জন্ম পরিচয় জন্ম তারিখ : ১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫শে জানুয়ারি।
জন্মস্থান : যশোরের সাগরদাঁড়ি গ্রাম।
ব্যক্তিজীবন হিন্দু কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তাঁর গভীর অনুরাগ সৃষ্টি হয়। ১৮৪২ খ্রিষ্টাব্দে খ্রিষ্টধর্মে দীক্ষিত হন। তখন তাঁর নামের প্রথমে ‘মাইকেল’ শব্দটি যোগ হয়। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল ইচ্ছা এবং ইংরেজি ভাষায় সাহিত্যসাধনার তীব্র আবেগ তাঁকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে।

উল্লেখযোগ্য রচনা মহাকাব্য : মেঘনাদবধ কাব্য। 
কাব্য : তিলোত্তমাসম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলি।
নাটক : শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী।
প্রহসন : একেই কি বলে সভ্যতা, বুড় সালিকের ঘাড়ে রোঁ।
বিশেষ অবদান বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ ও বাংলা সনেটের প্রবর্তক। বাংলা ভাষার একমাত্র সার্থক মহাকব্য ‘মেঘনাদবধ কাব্য’ রচয়িতা।
মৃত্যু ১৮৭৩ খ্রিষ্টাব্দের ২৯শে জুন।
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর :

১. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? চ

ক. ফ্রান্সে
খ. ইংল্যান্ডে
গ. ইতালিতে
ঘ. আমেরিকাতে

২. ‘কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে’ ? এ উক্তিতে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে?
i. মমতা
ii. অনুরাগ
iii. ভ্রান্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
প্রবাস জীবনে ফাস্টফুডের দোকানে
কত খাবার খেয়েছি আমি জীবনে।
মায়ের হাতের পিঠার কথা
ভুলি আমি কেমনে?

৩. ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন বিষয়টি অনুচ্ছেদটিতে প্রকাশ পেয়েছে? ঝ
ক. সুখ স্মৃতির অনুপম চিত্রায়ন
খ. রঙিন কল্পনার নিদর্শন
গ. কষ্টকর স্মৃতির কাতরতা
ঘ. স্নেহাদরের কাতরতা

৪. অনুচ্ছেদটির মূল বক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে? জ
ক. সতত তোমার কথা ভাবি এ বিরলে।
খ. জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে।
গ. এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
ঘ. আর কি হে হবে দেখা?


অধিক অনুশীলনের জন্য আরও কিছু প্রশ্ন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
সাধারণ বহুনির্বাচনি
১. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটির রচয়িতা কে? জ
করবীন্দ্রনাথ ঠাকুর খ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গমাইকেল মধুসূদন দত্ত ঘ জীবনানন্দ দাশ
২. মাইকেল মধুসূদন দত্তের জন্মতারিখ কোনটি? ছ
ক২২শে মার্চ ১৮১৯
খ ২৫শে জানুয়ারি ১৮২৪
গ২৬শে জুন ১৮৪২
ঘ ২৮শে নভেম্বর ১৮৪৪

৩. মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন? ঝ
ক পাবনা 
খ বরিশাল
গরাজশাহী 
ঘ যশোর

৪. মাইকেল মধুসূদন দত্তের গ্রামের নাম কী? ঝ

কনিমতা 
খ পেঁড়ো
গকাঞ্চনপুর 
ঘ সাগরদাঁড়ি

৫. স্কুলজীবন শেষে মাইকেল মধুসূদন দত্ত কোথায় ভর্তি হন? জ

ক. প্রেসিডেন্সি কলেজে 
খ সংস্কৃত কলেজে
গ. হিন্দু কলেজে 
ঘ কলকাতা কলেজে

৬. হিন্দু কলেজে অধ্যয়নকালে কোন বিষয়ের প্রতি মাইকেল মধুসূদন দত্তের তীব্র আবেগ জন্ম নেয়? ছ
কবাংলা সাহিত্য 
খ ইংরেজি সাহিত্য
গসংস্কৃত সাহিত্য 
ঘ ফরাসি সাহিত্য

৭. মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিষ্টধর্মে দীক্ষিত হন? জ
ক. ১৮২৪ 
খ. ১৮৩২
গ. ১৮৪২ 
ঘ . ১৮৪৮

৮. কখন মধুসূদন দত্তের নামের আগে মাইকেল যুক্ত হয়? চ
ক খ্রিষ্ট ধর্ম গ্রহণের পর 
খ ফ্রান্সে যাওয়ার পর
গ ইংরেজি কবিতা লেখার পর
ঘ ইংরেজ নারীকে বিয়ের পর

৯. পাশ্চাত্যের জীবনযাপনের প্রতি তীব্র আকাক্সক্ষা মাইকেল মধুসূদন দত্তকে কোন ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে? চ
ক ইংরেজি ভাষায় 
খ ফরাসি ভাষায়
গ পর্তুগিজ ভাষায় 
ঘ গ্রিক ভাষায়

১০. কোন ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার যথার্থ বিকাশ ঘটে? ছ

কইংরেজি খ বাংলা

গসংস্কৃত ঘ ফরাসি

১১. কোনটি মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি? ছ

কদিবারাত্রির কাব্য খ মেঘনাদবধ কাব্য

গদুঃখী জননীর কাব্য ঘ ত্রয়োদশপদী কাব্য

১২. ‘কৃষ্ণকুমারী’ মাইকেল মধুসূদন দত্তের কী ধরনের রচনা? ঝ

ককাব্য খ উপন্যাস

গপ্রহসন ঘ নাটক

১৩. মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক কোনটি? ছ

কব্রজাঙ্গনা খ পদ্মাবতী

গবুড় সালিকের ঘাড়ে রোঁ ঘ তিলোত্তমাসম্ভব

১৪. কোনটি মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন? ছ

কতিলোত্তমাসম্ভব কাব্য

খ একেই কি বলে সভ্যতা

গকৃষ্ণকুমারী ঘ শর্মিষ্ঠা

১৫. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? চ

কমাইকেল মধুসূদন দত্ত খ রবীন্দ্রনাথ ঠাকুর

গজীবনানন্দ দাশ ঘ ভারতচন্দ্র রায়গুণাকর

১৬. বাংলা কাব্যে ‘সনেট’ প্রবর্তন করেন কে? জ

করবীন্দ্রনাথ ঠাকুর খ জীবনানন্দ দাশ

গমাইকেল মধুসূদন দত্ত ঘ সত্যেন্দ্রনাথ দত্ত

১৭. মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন? ঝ

ক১৮৪৩ খ্রিষ্টাব্দে খ ১৮৫৩ খ্রিষ্টাব্দে

গ১৮৬৩ খ্রিষ্টাব্দে ঘ ১৮৭৩ খ্রিষ্টাব্দে

১৮. মাইকেল মধুসূদন দত্তের সর্বদা কার কথা মনে পড়ে? ছ

কমায়ের কথা খ কপোতাক্ষ নদের কথা

গসন্তানের কথা ঘ পিতার কথা

১৯. মাইকেল মধুসূদন দত্ত সর্বদা কিসের কলকল ধ্বনি শুনতে পান? চ

কস্বদেশের নদের স্রোতধারার

খ স্বদেশের দিঘির স্রোতধারার

গবিদেশের নদীর স্রোতধারার

ঘ বিদেশের সমুদ্রের স্রোতধারার

২০. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কপোতাক্ষকে কী বলা হয়েছে? জ

কগরল স্রোতোরূপী খ অমৃত স্রোতোরূপী

গদুগ্ধ স্রোতোরূপী ঘ মধুস্রোতোরূপী

২১. কোনটি মধুসূদন দত্ত ভ্রান্তির ছলনে শোনেন? ছ

কছুটে যাওয়া ট্রেনের ধ্বনি

খ কপোতাক্ষের স্রোতধ্বনি

গশিশুদের আনন্দধ্বনি ঘ ঢোলের বাদ্যধ্বনি

২২. কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কী মেটায়? ঝ

কঅর্থের চাহিদা খ জলের তৃষ্ণা

গপুষ্টির চাহিদা ঘ স্নেহের তৃষ্ণা

২৩. কপোতাক্ষের কলকল শব্দ কিসের মতো? ছ

কনিশার স্বপনের মতো খ মায়া-মন্ত্রধ্বনির মতো

গঅমিত্রাক্ষর ছন্দের মতো ঘ ভ্রান্তির ছলনের মতো

২৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘প্রজা’ বলা হয়েছে কাকে? ঝ

ককবিকে খ সাগরকে

গবাংলার মানুষকে ঘ কপোতাক্ষ নদকে

২৫. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কপোতাক্ষ নদ প্রজারূপে কাকে বারিরূপ কর দিতে যায়? জ

ককবিকে খ বাংলার মানুষকে

গসাগরকে ঘ হ্রদকে

২৬. কপোতাক্ষ নদ সাগরকে কর হিসেবে কী দেয়? চ

কজল খ দুগ্ধ

গমধু ঘ গরল

২৭. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? ছ

কহতাশার মনোভাব খ স্বদেশপ্রেমের অনুভ‚তি

গতীব্র অভিমান ঘ প্রবল প্রতিবাদ

২৮. কপোতাক্ষ নদের কাছে মধুসূদন দত্তের মিনতি কী? চ

কতাঁকে যেন মনে রাখে খ সাগরে যেন না মেশে

গতাঁকে যেন ভুলে যায় ঘ স্বপ্নে যেন দেখা দেয়

২৯. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির সংশয় প্রকাশিত হয়েছে কোন বিষয়ে? জ

কবেঁচে থাকার বিষয়ে খ সাহিত্যচর্চার বিষয়ে

গস্বদেশে ফেরার বিষয়ে ঘ দেশপ্রেমের বিষয়ে

৩০. মধুসূদন দত্ত বঙ্গের সংগীতে কার নাম স্মরণ করেন? জ

কসাগরদাঁড়ির নাম খ মায়ের নাম

গকপোতাক্ষ নদের নাম ঘ গুরুর নাম

৩১. মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের নাম কেমন করে স্মরণ করেন? চ

কগভীর আবেগময়তায় খ প্রবল বিতৃষ্ণায়

গভ্রান্তির ছলনায় ঘ প্রচণ্ড উদাসীনতায়

৩২. মধুসূদন দত্ত মাতৃদুগ্ধের সাথে কোনটিকে তুলনা করেছেন? ছ

ক প্রবাসজীবনকে খ কপোতাক্ষের জলকে

গ স্বদেশের স্মৃতিকে ঘ নিশার স্বপনকে

৩৩. ‘সতত’ শব্দের অর্থ কী? ছ

ক নিষ্ঠার সাথে খ সর্বদা

গ সত্যবাদিতা ঘ সুন্দরের ভাব

৩৪. ‘একান্ত নিরিবিলিতে’ বোঝাতে ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? ছ

ক সতত খ বিরলে

গ সখে ঘ বঙ্গজ

৩৫. মধুসূদন দত্তের চোখে সাগর ও কপোতাক্ষ নদের মধ্যকার সম্পর্ক কীরূপ? চ

ক রাজা-প্রজা খ ভাই-বোন

গমা-সন্তান ঘ স্বামী-স্ত্রী

৩৬. মধুসূদন দত্ত একান্ত নিরিবিলিতে কার কথা স্মরণ করেন? জ

কমৃত স্ত্রীর কথা খ সাগরদাঁড়ির কথা

গকপোতাক্ষ নদের কথা ঘ ভার্সাই নগরীর কথা

৩৭. মধুসূদন দত্ত কীভাবে তাঁর কান জুড়ান? চ

ককপোতাক্ষ নদের স্রোতধ্বনি কল্পনা করে

খ কপোতাক্ষ নদের গান শুনে

গবিভিন্ন নদ-নদীর স্রোতধ্বনি শুনে

ঘ নিজের রচিত গান অন্যের কণ্ঠে শুনে

৩৮. মধুসূদন দত্ত কপোতাক্ষ নদকে তাঁর কথা কাদের কাছে পৌঁছে দিতে বলেছেন? ছ

কতাঁর পরিজনদের কাছে খ বঙ্গজ জনদের কাছে

গপ্রবাসী বন্ধুদের কাছে ঘ রাজরূপ সাগরের কাছে

৩৯. মধুসূদন দত্ত কোন ভাষায় কপোতাক্ষ নদের বন্দনা করেন? চ

কবাংলা ভাষায় খ ইংরেজি ভাষায়

গসংস্কৃত ভাষায় ঘ ফরাসি ভাষায়

৪০. ‘ঝড়হহবঃ’ অর্থ কী? জ

কঅমিত্রাক্ষর ছন্দ খ গদ্যছন্দ

গচতুর্দশপদী কবিতা ঘ মহাকাব্য

৪১. ‘ঝড়হহবঃ’-কয়টি চরণের সমন্বয়ে রচিত হয়? ঝ

কছয়টি খ আটটি

গদশটি ঘ চৌদ্দটি

৪২. চতুদর্শপদী কবিতার প্রথম আট চরণকে কী বলে? চ

ক Octave

খ. Octacore

গ. Octa

ঘ. Octit


৪৩. ‘ঝবংঃবঃ’¬-এ কয় চরণের একটি স্তবক থাকে? ছ

ক চার

খ ছয়

গ আট

ঘ দশ


৪৪. চতুর্দশপদী কবিতার অষ্টকে কী থাকে? ছ

কভাবের পরিণতি খ ভাবের প্রবর্তনা

গভাবের সংগতি ঘ ভাবের অসংগতি

৪৫. চতুর্দশপদী কবিতার ষষ্টকে কী থাকে? ঝ

কভাবের প্রবর্তনা খ ভাবের প্রবাহ

গভাবের বিস্তার ঘ ভাবের পরিণতি

৪৬. ‘কপোতক্ষ নদ’ কী ধরনের কবিতা? ছ

কমহাকাব্য খ চতুর্দশপদী

গরম্য ঘ গদ্যধর্মী

৪৭. আঙ্গিক বিবেচনায় ‘কপোতাক্ষ নদ’- কে কী বলা যায়? চ

কঞৎধমবফু খ ঝড়হহবঃ

গঋড়ৎপব ঘ ঊঢ়রপ

৪৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতার প্রথম আট চরণের অন্ত্যমিল কীরূপ? ছ

ককখখক কখখক খ কখকখ কখখক

গকখখগ কখখগ ঘ কখগক কখগক

৪৯. ‘কপোতাক্ষ নদ’ কবিতার ষষ্টকের অন্ত্যমিল কীরূপ? জ

কঘঙচ ঘঙচ খ ঘঙ ঘঙ চচ

গগঘগঘগঘ ঘ গঘঙ গঘঙ

৫০. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জ

কশর্মিষ্ঠা খ বীরাঙ্গনা কাব্য

গচতুর্দশপদী কবিতাবলি ঘ ব্রজাঙ্গনা কাব্য

৫১. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কী প্রকাশিত হয়েছে? ছ

ক প্রকৃতিপ্রেম খ স্মৃতিকাতরতা

গ উদাসীনতা ঘ ভ্রমণপ্রিয়তা

৫২. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কী লুকিয়ে রয়েছে? চ

ক দেশপ্রেম খ প্রকৃতিপ্রেম

গ সাহিত্যপ্রীতি ঘ মাতৃপ্রেম

৫৩. সাগরদাঁড়ি গ্রামটি কোনটির তীরে অবস্থিত? ছ

ক ব্রহ্মপুত্র নদ খ কপোতাক্ষ নদ

গ যমুনা নদী ঘ মধুমতি নদী

৫৪. কোন স্মৃতিকে অবলম্বন করে মধুসূদন দত্ত ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনা করেছেন? চ

ক শৈশব-কৈশোরের স্মৃতি

খ প্রবাসজীবনের স্মৃতি

গ যৌবনের স্মৃতি

ঘ কারারুদ্ধ জীবনের স্মৃতি

৫৫. কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কাছে কার মতো? চ

ক মায়ের মতো খ বাবার মতো

গ শিক্ষকের মতো ঘ রানির মতো

৫৬. কোন অনুভ‚তি স্বদেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য কপোতাক্ষ নদের কাছে আবেদন করেছেন মধুসূদন দত্ত? চ

ক স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা

খ মায়ের জন্য হৃদয়ের হাহাকার

গ সন্তানের জন্য প্রচণ্ড ব্যাকুলতা

ঘ প্রবাসজীবনের সীমাহীন হতাশা

৫৭. ‘কপোতাক্ষ নদ’ কবিতার চরণসংখ্যা কত? ঝ

ক ৬ খ ৮

গ ১২ ঘ ১৪

বহুপদী সমাপ্তিসূচক

৫৮. বাংলা কাব্যে মধুসূদন দত্তের অনন্য অবদানÑ

i. অমিত্রাক্ষর ছন্দ ii. গদ্যছন্দ

iii. চতুর্দশপদী কবিতা

নিচের কোনটি সঠিক? ছ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

৫৯. মধুসূদন দত্ত ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ হনÑ

i. খ্রিষ্টধর্মাবলম্বী হওয়ায়

ii. পাশ্চ্যত্যের জীবনযাপনের প্রতি প্রবল আকর্ষণ থাকায়

iii. ইংরেজি সাহিত্যের প্রতি প্রবল অনুরাগ থাকায়

নিচের কোনটি সঠিক? জ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

৬০. কপোতাক্ষ নদের কথা কবি ভাবেনÑ

i. নিরালায় বসে থেকে

ii. গভীর আবেগ নিয়ে

iii. সবসময়ই

নিচের কোনটি সঠিক? ঝ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

৬১. কপোতাক্ষ নদকে মধুসূদন দত্ত জ্ঞান করেছেনÑ

i. মাতৃরূপে

ii. সখী হিসেবে

iii. রাজা হিসেবে

নিচের কোনটি সঠিক? ছ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

৬২. কপোতাক্ষ নদ কবিতায় প্রকাশিত হয়েছে কবিরÑ

i. স্মৃতিকাতরতা

ii. প্রতিবাদী মনোভাব

iii. স্বদেশপ্রীতি

নিচের কোনটি সঠিক? ছ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

৬৩. কবির শৈশবের স্মৃতিবিজড়িত স্থান হলোÑ

i. কপোতাক্ষ নদ

ii. সাগরদাঁড়ি গ্রাম

iii. ফ্রান্স নগরী

নিচের কোনটি সঠিক? চ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

৬৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় রয়েছে কবি মনেরÑ

i. সংশয়

ii. আক্ষেপ

iii. হতাশা

নিচের কোনটি সঠিক? চ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

৬৫. কপোতাক্ষ নদের কাছে মধুকবির প্রার্থনাÑ

i. তাঁকে যেন দেশে ফিরিয়ে নেয়

ii. তাঁকে যেন মনে রাখে

iii. তাঁর হৃদয়ের অনুভ‚তি যেন স্বদেশবাসীর কাছে ব্যক্ত করে

নিচের কোনটি সঠিক? জ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

৬৬. কপোতাক্ষ নদকে কবি ভুলতে পারেন নাÑ

i. মায়ের মতো স্নেহডোরে বেঁধেছে বলে

ii. শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত বলে

iii. স্বদেশকে প্রবলভাবে ভালোবাসেন বলে

নিচের কোনটি সঠিক? ঝ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

৬৭. ‘ঝড়হহবঃ’-এ Ñ

i. ভাব সুসংহত থাকে

ii. চৌদ্দটি চরণ থাকে

iii. ভাব অনির্দিষ্ট থাকে

নিচের কোনটি সঠিক? চ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

অভিন্ন তথ্যভিত্তিক

নিচের উদ্দীপকটি পড়ে ৬৮-৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আমার দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন,

শ্যামল, কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন।

৬৮. উদ্দীপক কবিতাংশটির সাথে নিচে কোন কবিতার সাদৃশ্য লক্ষ করা যায়? জ

ক বৃষ্টি খ প্রাণ

গ কপোতাক্ষ নদ ঘ আমার সন্তান

৬৯. ‘কপোতাক্ষ নদ’ কবিতার যে চরণটি উদ্দীপকের ভাব ধারণে সক্ষম? ছ

ক জুড়াই এ কোন আমি ভ্রান্তির ছলনে

খ কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে

গ লইছে যে তব নাম বঙ্গের সংগীতে

ঘ বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে

৭০. উক্ত সাদৃশ্যÑ

i. স্মৃতিকাতরতায়

ii. অনুভ‚তির গভীরতায়

iii. স্বদেশপ্রেমে

নিচের কোনটি সঠিক? জ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭১ ও ৭২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেয়ে সেখানে পড়তে যায় সৌরভ। আমেরিকার জীবনযাপন পদ্ধতিতে মুগ্ধ হয়ে একসময় সেখানেই স্থায়ী আবাস গড়ে সে। মা-বাবার কথা মাঝে মাঝে মনে হলেও দেশে ফেরার কোনো আগ্রহ নেই তার।

৭১. ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন মূল বিষয়টি উদ্দীপকে অনুপস্থিত? চ

ক স্বদেশপ্রেম খ প্রকৃতিপ্রেম

গ স্মৃতিকাতরতা ঘ মানবিকতা

৭২. ‘কপোতাক্ষ নদ’ কবিতার কবির সাথে সৌরভের মিলÑ

i. পাশ্চাত্যের জীবনযাপনের প্রতি আকর্ষণে

ii. প্রবাস জীবনযাপনে

iii. স্মৃতিকাতরতায়

নিচের কোনটি সঠিক? চ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭৩ ও ৭৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে-এই বাংলায়

হয়তো মানুষ নয়-হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে

হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে

৭৩. উদ্দীপক কবিতাংশের সাথে ‘কপোতাক্ষ নদ’ কবিতার মিল কিসে? জ

ক চিত্রকল্পে খ প্রকৃতিপ্রীতিতে

গ স্বদেশপ্রেমে ঘ স্মৃতিকাতরতায়

৭৪. উদ্দীপক কবিতাংশের কবি ও ‘কপোতাক্ষ নদ’ কবিতার কবির মাঝে মিলÑ

i. অনুভ‚তির গাঢ়তায়

ii. অমরত্বের আকাক্সক্ষায়

iii. সংশয় প্রকাশে

নিচের কোনটি সঠিক? চ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে

সাধিতে মনের সাধ

ঘটে যদি পরমাদ,

মধুহীন করো না গো তব মনঃকোকনদে।

৭৫. উদ্দীপক কবিতাংশের সাথে ‘কপোতাক্ষ নদ’ কবিতার মিলÑ

i. কাতর প্রার্থনায়

ii. মাতৃরূপ প্রকাশে

iii. স্মৃতিকাতরতা প্রকাশে

নিচের কোনটি সঠিক? চ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭৬-৭৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জীবিকার কারণে নিতান্তই অনিচ্ছায় দেশের বাইরে থাকতে হয় সাগর সাহেবকে। ছেলেবেলার স্মৃতিবিজড়িত মধুমতি নদীর স্মৃতি তাঁকে এলোমেলো করে। বাড়ি থেকে সামান্য দূরের একটি নদীর তীরে বসে সব কষ্ট ভুলে যান তিনি। এই নদীটিই যেন হয়ে ওঠে তাঁর আজন্ম প্রিয় মধুমতি।

৭৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় উল্লিখিত কোন বিষয়টি উদ্দীপকে অনুপস্থিত? ছ

ক স্মৃতিময়তা খ সংশয়

গ মনের কষ্ট ঘ স্বদেশপ্রেম

৭৭. উদ্দীপকের সাগর সাহেবের সাথে ‘কপোতাক্ষ নদ’ কবিতার কবির মিলÑ

i. স্মৃতি রোমন্থনে

ii. প্রবাস জীবনযাপনে

iii. উচ্চাকাক্সক্ষায়

নিচের কোনটি সঠিক? চ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

৭৮. উদ্দীপকের সাগর সাহেবের অনুভ‚তি প্রকাশ পেয়েছে যে চরণেÑ

i. সতত হে নদ তুমি পড় মোর মনে!

ii. সতত তোমার কথা ভাবি এ বিরলে;

iii. কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?

নিচের কোনটি সঠিক? চ

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.