ads

জুতা আবিষ্কার কবিতার MCQ (Answer Sheet)

১. ‘আমার মাটি লাগায় মোরে মাটি’ এখানে ‘আমার মাটি’ বলতে কী বোঝায়?
ক. কেনা মাটি
খ. পাওয়া মাটি
গ. রাজ্যের মাটি
ঘ. সম্পত্তি



২. রাজার কথা শুনে কে ভেবে ভেবে খুন হলো?
ক. হবু
খ. গোবু
গ. বৈজ্ঞানিক
ঘ. পণ্ডিত

৩.    দারুণ-ত্রাসে গাত্রে কী বহে?
ক. শীত
খ. ভয়
গ. ঘাম
ঘ. জ্বর


৪. পণ্ডিতের মুখ চুন হয়েছিল কেন? 
ক. মৃত্যুর ভয়ে ভীত হওয়ায়
খ. করণীয় খুঁজে না পাওয়ায়
গ. দায়িত্বে অবহেলা করায়
ঘ. মন্ত্রীর আদেশ শুনে


৫. বাড়ির মধ্যে কানড়বাকাটি পড়ে যাওয়ার কারণ কী?
ক. রাজার আদেশ পালনের উপায়ন্তর খুঁজে না পাওয়া
খ. মানুষ মারা যাওয়া
গ. রাজ্যে ভয়াবহ যুদ্ধ লাগা
ঘ. শিশু ও পুরুষদের হত্যা করা

৬.    অশ্রুজলে পাকা দাড়ি ভাসে কার?
ক. রাজার
খ. মন্ত্রীর
গ. পাত্রদের
ঘ. চামারের

৭. যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কী উপায়ে এখানে ‘তব’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. রাজাকে
খ. মন্ত্রীকে
গ. সভাসদগণকে
ঘ. পণ্ডিতকে

৮. রাজা ভেবে কোনটি আগে বিদায় করতে বললেন?
ক. ধুলা
খ. পানি
গ. ফটক দুয়ার
ঘ. জলের জীব

৯. যত্নভরে মন্ত্রী কী নিয়ে আসেন?
ক. নস্যি
খ. খাদ্য
গ. জ্ঞানী-গুণী
ঘ. বন্ধুদের

১০. দেশ-বিদেশ থেকে মন্ত্রী কাদের আনেন?
ক. মন্ত্রীদের
খ. শিক্ষকদের
গ. রাঁধুনিদের
ঘ. যন্ত্রীদের

১১. সবাই কীভাবে বসল?
ক. চোখে চশমা এঁটে
খ. মুখ বন্ধ করে
গ. কান বন্ধ করে
ঘ. লুকিয়ে

১২. ধরা থেকে মাটি গেলে কী হবে না?
ক. ঘর
খ. বৃষ্টি
গ. শস্য
ঘ. নস্যি

১৩. সবাই মিলে যুক্তি করে কী কিনল?
ক. পানির কল
খ. চামড়া
গ. জুতা
ঘ. ঝাঁটা

১৪. কিসের চোটে পথের ধুলা এসে রাজার মুখ-বুক ভরিয়ে দিল?
ক. রাগের
খ. ধুলার
গ. ঝাঁটের
ঘ. আলোর

১৫. কী কারণে সবাই চোখ মেলতে পারেনি?
ড়. ধুলার
খ. আলোর
গ. চোখ জ্বালার
ঘ. ভয়ের

১৬. ধুলার মেঘে কোনটি ঢাকা পড়ে?
ক. রাজদরবার
ড়. সূর্য
গ. চন্দ্র
ঘ. বাগান

১৭. ধুলার মাঝে কোনটি ঊহ্য হয়?
ক. রাজা
খ. দরবার
ড়. নগর
ঘ. রাজবাড়ি

১৮. ‘করিতে ধুলা দূর’ এর পরের চরণ কোনটি?
ড়. জগৎ হলো ধুলায় ভরপুর
খ. ধুলার মাঝে নগর হলো উহ্য
গ. ধুলার মাঝে পড়িল ঢাকা সূর্য
ঘ. ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ

১৯. একুশ লাখ ভিস্তি নিয়ে লোক ছুটল কেন?
ক. রাজার পিপাসা মেটাতে
খ. রাজার মন্ত্রীর জন্য
ড়. রাজ্য থেকে ধুলা দূর করতে
ঘ. রানির গোসলের জন্য

২০. পুকুরে শুধু পাঁক পড়ে থাকল কেন?
ড়. সব পানি রাজ্যের লোক নিয়ে যায় বলে
খ. সব পানি শুকিয়ে যায় বলে
গ. সব পানি মানুষ খেয়ে ফেলে বলে
ঘ. চৈত্র মাস বলে

২১. কিসে দেশটা উজাড় হলো?
ক. কলেরায়
খ. বসন্তে
ড়. সর্দিজ্বরে
ঘ. পানিতে

২২. “ধুলারে মারি করিয়া দিল কাদা” উক্তিটি কার?
ড়. হবুর
খ. গোবুর
গ. চামারের
ঘ. লোকের

২৩. ‘বসিল পুনঃ যতেক গুণবন্ত’ এখানে ‘গুণবন্ত’ কারা
ক রাজ্যের মানুষ
ড়. জ্ঞানী-গুণী-সভাসদগণ
গ. পণ্ডিত
ঘ. চামার

২৪. পৃথিবী কী দিয়ে ঢাকতে বলা হয়েছে?
ক. চাদর
ড়. মাদুর
গ. শামিয়ানা
ঘ. কাপড়

২৫. ধুলা থেকে বাঁচতে রাজাকে কোথায় রাখার কথা বলা হয়েছে?
ক. রাজদরবারে
খ. কারাগারে
ড়. ঘরে
ঘ. ছাদে

২৬. মাটির ভয়ে কী মাটি হবে?
ক. রাজা
ড়. রাজ্য
গ. পরিষদ
ঘ. পণ্ডিতরা

২৭. রাজ্য চামড়ায় মোড়াতে সবাই কাকে ডাকে?
ক. মন্ত্রীকে
খ. রাজাকে
ড়. চামারকে
ঘ. পণ্ডিতকে

২৮. চর্ম দিয়ে পৃথিবী মুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন?
ক. রাজার অসুখ সারাতে
ড়. রাজ্য থেকে ধুলা তাড়াতে
গ. সুন্দর দেখাতে
ঘ. মহাকীর্তির জন্য

২৯. ধূলির মহী কিসের মধ্যে ঢাকলে রাজার মহাকীর্তি?
ক. চর্মের মধ্যে
ড়. ঝুলির
গ. থলের
ঘ. চাদরে

৩০. কাকে পেলে ধূলির মহী চামড়া দিয়ে ঢেকে রাখা যাবে?
ক. কামারকে
খ. কুমারকে
ড়. চামারকে
ঘ. কাঠুরেকে

৩১. চামার খুঁজতে কে এদিক সেদিক ছুটে বেড়ায়?
ক. মন্ত্রী
খ. হবু
ড়. চর
ঘ. পাত্ররা

৩২. চামার কুলপতি বয়সে কেমন?
ক. তরুণ
খ. যুবক
গ. কিশোর
ড়. বৃদ্ধ

৩৩. বলিতে পারি করিলে অনুমতি এ বাক্যের মধ্য দিয়ে চামার কুলপতির কী প্রকাশ পেয়েছে?
ক. দক্ষতা
ড়. বিনয়
গ. ইচ্ছা
ঘ. বুদ্ধি

৩৪. চামার এসে কী ঢাকার কথা বলেন?
ড়. রাজার চরণ
খ. পৃথিবী
গ. রাজদরবার
ঘ. রাজবাড়ি

৩৫. রাজার চরণ ঢাকলে আর কী ঢাকতে হবে না?
ক. রাজদরবার
ড়. ধরণি
গ. রাজবাড়ি
ঘ. পথ-ঘাট

৩৬. চামারের কথায় সন্দেহ প্রকাশ করেন কে?
ড়. রাজা হবু
খ. মন্ত্রী গোবু
গ. ডাঙার প্রাণী
ঘ. রাজ্যের লোক

৩৭. কহিল রাজা, ‘এত কি হবে সিধে! এ বাক্যে রাজার কী প্রকাশ পেয়েছে?
ক. রাগ
খ. ক্ষোভ
গ. অবহেলা
ড়. সংশয়

৩৮. মন্ত্রী কাকে শূলে বিদ্ধ করে রাখতে আদেশ দেয়?
ক. পণ্ডিতকে
খ. যন্ত্রীকে
ড়. চামার-কুলপতিকে
ঘ. রানিকে

৩৯. রাজার পা কিসের আবরণে ঢাকা হলো?
ক. কাপড়ের
ড়. চামড়ার
গ. মাটির
ঘ. ছাল-বাকলের

৪০. কবে থেকে জুতা পরার প্রচলন শুরু হয়?
ক. যেদিন ধুলা ঝাঁট দেওয়া হয়
খ. যেদিন রাজা বক্তব্য দেন
ড়. যেদিন চর্ম আবরণে রাজার পা ঢেকে দেওয়া হয়
ঘ. ধরণি যেদিন ধুলাপূর্ণ ছিল

৪১. ‘মাহিনা’ শব্দের অর্থ কী?
ক. মাস
ড়. বেতন
গ. ময়না
ঘ. নিষেধ

৪২. পানি বহনের জন্য চামড়ার তৈরির থলিকে কী বলে?
ড় ভিস্তি
খ কিস্তি
গ ফরাস
ঘ রন্ধ্র

৪৩. ‘মহী’ শব্দের অর্থ কোনটি?
ড়. ধরণি
খ. মহান
গ. বড়
ঘ. নাম

৪৪. ‘চামার’ অর্থ কী?
ক. ফুটো
খ. উপযুক্ত
ড়. মুচি
ঘ. মাদুর

৪৫ ‘জুতা আবিষ্কার’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ড়. কল্পনা
খ. চিত্রা
গ. বলাকা
ঘ. সেঁজুতি

৪৬ ‘জুতা-আবিষ্কার’ কবিতার মূল উপজীব্য কী?
ক. রাজার বাহাদুরি খ মন্ত্রীদের বোকামি
ড়. ধুলাবালি থেকে রাজার পা দুটো মুক্ত রাখার নানা প্রসঙ্গ
ঘ. পৃথিবীকে ধুলাবালি থেকে রক্ষা করার বিভিন্ন উপায়

৪৭. রাজা কাকে রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন?
ক. পণ্ডিকে
ড়. মন্ত্রীকে
গ. চামারকে
ঘ. রানিকে

৪৮. রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয় কে?
ক. মন্ত্রী
খ. যন্ত্রী
ড়. চামার
ঘ. পণ্ডিত

৪৯. কথা শুনে কার মুখ চুন হলো?
ক. গোবুর
খ. হবুর
গ. চামারের
ড়. পণ্ডিতের

৫০.    রাজার মন্ত্রী-পাত্রদের রাতে কী নেই?
ক. খাওয়া
খ. ঘুম
গ. চিন্তা
ঘ. ভয়

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.