ads

শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার উপায়

একজন শিক্ষক মানেই শ্রেষ্ঠ শিক্ষক। শিক্ষক হচ্ছেন শিক্ষার মূল ভিত্তি।
একজন শিক্ষক নিজেকে যোগ্যতা ও দক্ষতা দিয়ে প্রমাণ করেন বলেই তিনি শিক্ষার্থীদের নতুন নতুন পদ্ধতি ও কৌশল অবলম্বন করে পাঠদান করতে পারেন।
এবার আসি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত কীভাবে হবেন? আর তার জন্য আপনাকে কী কী প্রস্তুতি নিতে হবে।




১. আপনার ১০০% মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং নিজেকে মূল্যায়ন করা।

২. ১৩ টি মানদণ্ডের জন্য নিজেকে প্রস্তুত করুন এবং নিজের ফাইল সুন্দরভাবে সাজান।

৩. ১৩ টি মানদণ্ড ধরে ধরে আপনাকে প্রশ্ন করবেন। পাশাপাশি শিক্ষা সম্পর্কিত প্রশ্নও থাকবে। প্রশ্নগুলোর উত্তর স্মার্টলি দেওয়ার জন্য চর্চা করুন। প্রমিত বাংলায় দ্বিধাহীনচিত্তে কথা বলার প্রাকটিস / চর্চা করুন।

৪. ভুল তথ্যে গা না ভাসিয়ে নিজের দক্ষতাগুলোর উপর আস্থা রাখুন এবং সেভাবেই তৈরি হোন।

৫. কোটা অবশ্যই একটি যোগ্যতা। একজন মুক্তিযোদ্ধার সন্তান হওয়া কোনো ছোটো ব্যাপার না!! কিন্তু এটার জন্য মাত্র ৫! বাকী ৯৫ অর্জন করুন। অনেকেই আছেন কোটা থাকা সত্ত্বেও ৪/৩ বছর পর শ্রেষ্ঠ হলেন!!! আপনার ৯৫ এর যোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ।

৬. জার্নাল থাকলেই হবে না। সেগুলো যেন শিক্ষার সাথে সম্পৃক্ত হয়।

৭. কবিতার বই আপনার সৃজনশীলতার বহিঃপ্রকাশ। কিন্তু যদি অন্যজনের বই শিক্ষা সংশ্লিষ্ট বা নতুন শিক্ষাক্রম সংশ্লিষ্ট হয় তাহলে সেটিই গুরুত্ব পাবে।

৭. Low cost উপকরণ ব্যবহারের পর্যাপ্ত ছবি রাখুন। কীভাবে বিষয়টি ব্যাখ্যা করবেন তার জন্যও প্রস্তুতি রাখুন।

৮. ১৩টি দক্ষতাই অর্জন করতে হবে। শুধু প্রযুক্তির ব্যবহার, শুধু বইলেখা, শুধু কোটা ইত্যাদি নয়, সবগুলো অর্জন করে চমৎকারভাবে সাজিয়ে ফাইল স্পাইরাল বাইন্ডিং করে রাখুন।

৯. বিনয়ী, অন্যের কাজের প্রশংসা, আত্মবিশ্বাস, সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা এগুলোই আপনাকে শ্রেষ্ঠ হতে সাহায্য করবে।

১০. বাধা, সমালোচনা, বঞ্চনা, কানকথায় পিছিয়ে যাবেন না।

১১.  সকলের সহযোগিতা নিন। অন্যদের কাছ থেকে তারা কীভাবে দক্ষতা অর্জন করেছেন আইডিয়া নিন।

১২.  একবার না হলে আবার চেষ্টা করুন। হেরে যাওয়ার নাম শিক্ষক না!"

১৩. পজিটিভ ভাবুন এবং পজিটিভ থাকুন।

১৪. শ্রেণিকক্ষে নিজের ১০০% দেওয়ার জন্য নিয়োজিত থাকুন, সৎ থাকুন,সময় সচেতন থাকুন। অবশ্যই আপনি জয়ী হবেন।

১৫.  কিছু প্রশ্ন তৈরি করে উত্তরগুলো নিজের আয়ত্ত্বে আনুন-

  • SDG কী? SDG-4
  • Digital Bangladesh
  • Smart Bangladesh
  • Climate change
  • সংবিধানে শিক্ষা
  • বাংলাদেশের শিক্ষা সম্পর্কিত অধিদপ্তরসমূহের কাজ
  • নতুন শিক্ষাক্রম
  • কেন আপনি নিজেকে শ্রেষ্ঠ শিক্ষক মনে করেন?
  • মূল্যায়ন পদ্ধতি
  • নৈপুণ্য ইত্যাদি।
কখনো পিছিয়ে যাবেন না। আর হতাশ হবেন না। অর্জন মানেই আনন্দের।
আপনিই শ্রেষ্ঠ শিক্ষক। তাহলে দেরি না করে প্রস্তুতি নিন।

No comments

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.