ads

সংবাদ প্রতিবেদন; মনে করো তোমার নাম হাসান মাহমুদ শান্ত। তুমি দৈনিক ইত্তেফাক পত্রিকার একজন প্রতিনিধি। তোমার এলাকার সড়কের দুরবস্থা বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রস্তুত করো।

 


১. মনে করো তোমার নাম  হাসান মাহমুদ শান্ত। তুমি দৈনিক ইত্তেফাক পত্রিকার একজন প্রতিনিধি। তোমার এলাকার সড়কের দুরবস্থা বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রস্তুত করো। 

সড়কের বেহাল দশা: যাত্রীদের দুর্ভোগ

হাসান মাহমুদ শান্ত, চাটখিল (নােয়াখালী), ২২ জুলাই ২০২১ ॥ 

নােয়াখালীর সােনাইমুড়ি উপজেলার জয়াগ বাজার থেকে কুমিল্লার মনােহরগঞ্জ উপজেলার হাসনাবাদ পর্যন্ত শহিদ মুক্তিযােদ্ধা একরামুল হক সড়কটি চলাচলের অযােগ্য হয়ে পড়েছে। প্রায় এক যুগ ধরে সড়কটির কোনাে সংস্কার কাজ হয়নি। সড়কের এ বেহাল দশায় যাত্রীরা চরম দুর্ভোগ পােহাচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বারাে কিলােমিটার দীর্ঘ সড়কটির পুরােটাই বড়াে বড়াে গর্ত ও খানাখন্দে ভরা। জয়াগ বাজার থেকে মােহাম্মদপুর ইউনিয়নের নগরপাড়া সেতু পর্যন্ত দুই কিলােমিটার অংশে দুই পাশের মাটি সরে গেছে। প্রতিদিন এ সড়ক দিয়ে নােয়াখালীর চাটখিল ও সােনাইমুড়ি, কুমিল্লার মনােহরগঞ্জ ও লাকসাম এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হাজার হাজার বাসিন্দা চলাচল করে। এছাড়া কমপক্ষে ত্রিশটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পথে যাতায়াত করে থাকে। এলাকাবাসী জানান, সড়কটির তিন কিলােমিটার সােনাইমুড়ি এবং বাকি নয় কিলােমিটার চাটখিল উপজেলায় পড়েছে। বিগত ২০১৯ সালের বন্যায় সড়কটির সুরকির স্তর দেবে গিয়ে বালু বের হয়ে আসে এবং সৃষ্টি হয় খানাখন্দের। এরপর প্রতি বর্ষায় বৃষ্টিপাতে পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে যায়, যা এখন চলাচলের অযােগ্য হয়ে পড়েছে। গত বুধবার একটি পিকআপ ভ্যান ভাওরকোট গ্রামের কাছে রাস্তার গর্তে পড়ে যায়, এতে চালকসহ তিন জন যাত্রী আহত হন। 

চাটখিল ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ মনে করে, সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের। অথচ এর সমাধানে কর্তৃপক্ষের কোনাে নজর নেই। এটি মেরামতের জন্য স্থানীয় লােকজন সরকার প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার আবেদন করলেও কোনাে প্রতিকার পায়নি। এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।প্রতিবেদকের নাম ও ঠিকানা :  হাসান মাহমুদ শান্ত,  চাটখিল (নােয়াখালী)
প্রতিবেদনের শিরোনাম : সড়কের বেহাল দশা: যাত্রীদের দুর্ভোগ
প্রতিবেদন তৈরির সময় : সন্ধ্যা ৬:০০টা
প্রতিবেদন তৈরির তারিখ : ২০ নভেম্বর, ২০২১ খ্রি.78 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. Thank you
  MD Rakib Hasan
  EB010

  ReplyDelete
 4. Thank you, sir
  Md. Shahata Jarab Ishan
  EB004

  ReplyDelete
 5. EB005 Wasikur rahman thank you sir.

  ReplyDelete
 6. Thank you ,sir .
  B.M.Mohitul Rhaman ( Mohit )
  Roll :- EB008

  ReplyDelete
 7. Thankyou sir
  Umrul Arifen Afan EB015

  ReplyDelete

Thank you, best of luck

Theme images by sbayram. Powered by Blogger.