ভাব-সম্প্রসারণ: আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে।
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে,
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে মোরা পরের তরে।
মানুষ সামাজিক জীব বলে মানুষ একা বাস করতে পারে না। তাকে সমাজে অন্য মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে হয়। সমাজে বেঁচে থাকার জন্য একে-অপরের সহযোগিতা প্রয়োজন। একে অন্যের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়ার মাঝেই রয়েছে মানবতার আসল সৌন্দর্য।
মানুষ জন্মের পর থেকেই অন্যের সাহায্যে বড় হয়ে ওঠে। পরিবারের কাছে যতœ পায়, শিক্ষকের কাছে জ্ঞান পায়, বন্ধুর কাছে ভালবাসা পায়, ডাক্তারের কাছে চিকিৎসা পায় এভাবেই সমাজে একে অপরের ওপর নির্ভর করে জীবন চলে। সমাজবিচ্ছিন্ন ব্যক্তি যেমন সুখী হতে পারে না, তেমনি সমাজও তার কাছ থেকে কিছু আশা করতে পারে না। যারা কেবল নিজের স্বার্থ নিয়ে ভাবে, তারা প্রকৃত মানুষ নয়। উদাহরণ হিসেবে বলা যায়, একজন কৃষক খাদ্য উৎপাদন করেন, অথচ তিনি হয় তো নিজের তৈরি শাড়ি বা ওষুধ বানাতে পারেন না - সেটা তাঁকে অন্যদের সাহায্যে পেতে হয়। সমাজের প্রতিটি পেশা ও মানুষ একে অন্যের জন্য গুরুত্বপূর্ণ। আবার সমাজে কিছু মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে কাজ করেন - যেমন একজন শিক্ষক শুধু নিজের চাকরির জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্ম গড়ার ব্রত নিয়েই শিক্ষাদান করেন। এমন মানুষরাই সমাজের গর্ব। মানবতার এই শিক্ষাই আমাদের সভ্য করে তোলে, উন্নতির পথ দেখায়।
ত্যাগের মধ্যেই জীবনের সার্থকতা, ভোগে নয়। একে অন্যের জন্য বাঁচার মাঝেই রয়েছে সত্যিকারের শান্তি ও আনন্দ। এই ভাব মানবজীবনকে করে তোলে অর্থবহ, সুন্দর ও আলোকিত।
No comments
Thank you, best of luck