Saturday, 26 April 2025

বদলে দেওয়ার গল্প


ফুলপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শাহানার হৃদয়ে বিদ্যালয়ের জন্য ছিল অফুরন্ত ভালোবাসা। কিন্তু ক্লাসরুমের ধুলো-ময়লা, ছেঁড়া পর্দা আর মলিন দেওয়াল তার সেই ভালোবাসায় প্রতিদিনই কাঁটা বিঁধাতো। একদিন সাহস করে সে শ্রেণিশিক্ষকের কাছে গিয়ে বলল মনের কথা। স্যার প্রেরণার দীপ্তি ছড়িয়ে বক্তৃতা দিলেন, বললেন—“আজ ছুটির পর সবাই থাকবে, বদলে দেব ক্লাসরুমের চেহারা!”
সবাই অপেক্ষায় প্রহর গুনল, চোখে স্বপ্নের রেখা।
কিন্তু স্যার এলেন না—চুপিসারে চলে গেছেন বাড়ি।
মনে হল, স্বপ্ন যেন আচমকা ঝরে পড়ল মাটিতে।
তবু শাহানা হাল ছাড়ল না।
পরদিন সে দল গড়ল—মজবুত বন্ধনের দল।

কারও হাতে ঝাড়ু, কারও হাতে কাপড়, কারও হাতে রঙের তুলি।
ছুটির পর ক্লাসরুমে বেজে উঠল আনন্দের উচ্ছ্বাস।
দেয়ালের ধুলো মুছে ফেলে তারা টাঙাল মনীষীদের ছবি—
রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু, জগদীশচন্দ্র, বেগম রোকেয়া...
জীবনের প্রেরণাদায়ী মুখগুলো যেন ক্লাসরুমে প্রাণ ফিরিয়ে দিল।
দিনের পর দিন, হাসি আর ঘামে,
শ্রেণিকক্ষ হয়ে উঠল নতুন প্রাণের মন্দির।
বিদ্যালয় কর্তৃপক্ষ অবাক হয়ে দেখল—
শাহানাদের হাত ধরে বদলে গেছে একটি ভুবন।
তাদের ভালোবাসা, অধ্যবসায় আর স্বপ্নের স্বীকৃতিস্বরূপ,
শাহানারা পেল শ্রদ্ধা, ভালোবাসা আর উজ্জ্বল পুরস্কার।
ক্লাসরুমের প্রতিটি দেওয়াল তখন গুনগুনিয়ে বলে উঠল—
"যেখানে ইচ্ছাশক্তি, সেখানেই জয়।"



No comments:

Post a Comment

Thank you, best of luck