Thursday, 10 April 2025

এসএসসি পরীক্ষার্থীদের নিরন্তর শুভেচ্ছা।।


প্রিয় এসএসসি ২০২৫-এর পরীক্ষার্থী
তোমাদের চোখে আজ এক অদ্ভুত আলো— কিছুটা ভয়, আশা আর স্বপ্নের মিশ্রণে গড়া এক নিঃশব্দ জ্যোতি। যত রাত জেগে পড়েছ, যতবার নিজের ওপর সন্দেহ হয়েছিল, আর যতবার আয়নার সামনে দাঁড়িয়ে বলেছ “আমি পারব”—এই মুহূর্ত সেই সব কিছুর উত্তরদানের সময়। এটা শুধুই একটা পরীক্ষা নয়, এটা তোমার বুকের ভেতর জমে থাকা সব না-বলা গল্পের শুরু। তোমার মা হয়তো ভোরে উঠেই তোমার প্রিয় খাবারটা বানিয়ে রেখেছেন, বাবা হয়তো চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে থাকেন—কিছু না বলেও কত কিছু বলে দিচ্ছেন চোখে চোখ রেখে। দোয়া করছে মা-বাবার সবটুকু পূণ্য-শক্তি দিয়ে। শিক্ষকের আশীর্বাদ, বন্ধুদের পাশে থাকার আশ্বাস, হাত ধরার উষ্ণতা, আর নিজের ভেতরের শক্তিটুকু—সব মিলে আজ তুমি এক অদম্য যোদ্ধা। ভয় পেও না, পরীক্ষার খাতার বাইরেও একটা বিশাল জীবন অপেক্ষা করে আছে তোমার জন্য। শুধু আজ আরেকটু সাহস রাখো, একটু বিশ্বাস রাখো নিজের ওপর। শুধু শুভকামনা নয়, তোমার পাশে থাকার একান্ত প্রার্থনা—তোমার প্রতিটি উত্তর হোক সত্যিকারের এক নতুন সূর্যোদয়ের শুরু।

#SSC2025 #তোমারপথতোমারআলো #ভালোবাসা_শুভকামনা

No comments:

Post a Comment

Thank you, best of luck