Monday, 2 December 2024

নিজস্ব স্মার্টফোন চিপসেট বানাচ্ছে শাওমি



প্রযুক্তি ডেস্ক শাওমি এবার নিজস্ব চিপসেট তৈরিতে কাজ শুরু করেছে বলে জানা গেছে। মূলত কোয়ালকম এবং মিডিয়াটেকের ওপর নির্ভরতা কমানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবরে বলা হয়, এই চিপসেটের উৎপাদন ২০২৫ সালে শুরু হবে বলে অনুমান করা হচ্ছে এবং এটি ব্যবহার করা প্রথম স্মার্টফোন একই বছরে বাজারে আসবে।

চীনের সরকার স্থানীয় কোম্পানিগুলোকে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছে, আর শাওমি সেই আহ্বানকে গুরুত্ব দিয়ে তাদের নতুন চিপসেট তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। তবে এই চিপ কোন সেগমেন্টে ব্যবহার করা হবে এবং এটি প্রতিযোগী কোয়ালকম বা মিডিয়াটেকের চিপগুলোর তুলনায় কেমন কাজ করবে, তা এখনো স্পষ্ট নয়।

শাওমি ২০২৫ সালে গবেষণা এবং উন্নয়নের জন্য প্রায় ৩০ বিলিয়ন চীনা ইউয়ান বিনিয়োগ করার পরিকল্পনা করেছে, যা ২০২৪ সালের ২৪ বিলিয়ন ইউয়ান থেকে বেশি। নতুন চিপ তৈরির ব্যয় এই বাজেটের একটি বড় অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।

No comments:

Post a Comment

Thank you, best of luck