ছবি: সংগৃহীত |
খাদ্যাভাসে অনিয়ম হলেই পেট ফাঁপা, বদ হজম, গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যার সৃষ্টি হয়। বাইরের খোলা খাবার কিংবা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাসে এ সমস্যা প্রায়ই দেখা দেয় অনেকের। কিন্তু আপনি কি জানেন বাড়িতে কিছু নিয়ম মেনে চলে পেট ফাঁপা, বদহজম, অ্যাসিডিটি কিংবা পেটে গ্যাস থেকে মুক্তি পেতে পারেন।
দীর্ঘ সময় পেট খালি থাকলে, বেশি তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার খেলে এমন কি শরীরের পাচন ক্রিয়া দুর্বল হলে পেটে গ্যাসের সমস্যা হয়। আর পেটে গ্যাসের সমস্যা দেখা দিলেই তা থেকে বুক জ্বালাপোড়া, বমি ভাব, মাথা ঘোরা, পেট ব্যথাসহ নানা সমস্যার সৃষ্টি হয়।
আমেরিকান হেলথ লাইনের একটি প্রতিবেদন থেকে তাই আসুন জেনে নিই, পেট ফাঁপা,বদহজম, পেটে গ্যাস থেকে মুক্তির জন্য বাড়িতে নিয়মিত কিছু উপায় মেনে চলার বিষয়।
যেমন-
১. খাবার খাওয়ার সময় দ্রুত না খেয়ে ধীরে ধীরে খান।
২. খাওয়া এবং কথা বলার সময় খুব বেশি বাতাস না নেয়ার চেষ্টা করুন।
৩. চুইংগাম খাওয়ার অভ্যাস থাকলে সে অভ্যাস বন্ধ করুন।
৪. সোডা ও কার্বন জাতীয় পানীয় খাওয়া এড়িয়ে চলুন।
৫. পেট ফাঁপা,বদহজম, পেটে গ্যাস থেকে মুক্তি পেতে চাইলে ধূমপানের বদঅ্যভাস থেকে সরে আসতে হবে।
৬. খাওয়ার পর স্বাভাবিক গতিতে কিছুক্ষণ হাঁটার অভ্যাস পেট ফাঁপা, বদহজম, পেটে গ্যাসের সমস্যা অনেকটাই কমিয়ে দেয়।
৭. গ্যাস সৃষ্টিকারী খাবার ডায়েট লিস্ট থেকে বাদ দিতে হবে।
৮. স্ট্র দিয়ে খাওয়ার অভ্যাসও পেটে গ্যাস, পেট ফাঁপা বা বদহজমের কারণ হতে পারে। তাই স্ট্র দিয়ে পানীয় খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন।
৯. হঠাৎ পেটে গ্যাস, পেট ফাঁপা বা বদহজমের সম্মুখীন হলে লবঙ্গ চিবোতে পারেন। কারণ লবঙ্গে থাকা উপাদান পেটে গ্যাস, পেট ফাঁপা বা বদহজমের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারে।
No comments:
Post a Comment
Thank you, best of luck