অবসরে ঘরে বসে বই পড়ার মতো বিশ্বে আলোড়ন দশটি বইয়ের তালিকা দেয়া হলো। এগুলো গুগল থেকে ডাউনলোড করেও পড়া যাবে।
- 'মোবি-ডিক (দ্য হোয়েল)'- আমেরিকান লেখক মেলভিলের এক অনবদ্য সৃষ্টি।
- হানিয়া ইয়ানাগিহারার 'আ লিটল লাইফ'। বইটি ম্যান বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।
- জর্জ এলিয়টের 'মিডলমার্চ'। একটি কাল্পনিক শহরের বিভিন্ন শ্রেণির মানুষের জীবন নিয়ে বিশ্লেষণ করেছে বইটি।
- চার্লস ডিকেন্সের 'ব্লিক হাউস'। 'ব্লিক হাউস' হলো ডিকেন্সের দীর্ঘতম উপন্যাস।
- মিগুয়েল ডি সার্ভান্তেসের 'ডন কিয়োটে'।
- ডেভিড ফস্টার ওয়ালেসের 'ইনফিনিট জেস্ট'।
- লিও টলস্টয়ের 'ওয়ার অ্যান্ড পিস'।
- স্টিফেন কিং এর 'দ্য স্ট্যান্ড'।
- ইয়ন ফসের 'সেপ্টোলজি'।
- মার্সেল প্রস্টের 'ইন সার্চ অব লস্ট টাইম'।
No comments:
Post a Comment
Thank you, best of luck