Thursday, 22 February 2024

অবসরে ঘরে বসে বই পড়ার মতো বিশ্ব-আলোড়ন দশটি বইয়ের তালিকা দেওয়া হলো। এগুলো গুগল থেকে ডাউনলোড করেও পড়া যাবে।



অবসরে ঘরে বসে বই পড়ার মতো বিশ্বে আলোড়ন দশটি বইয়ের তালিকা দেয়া হলো। এগুলো গুগল থেকে ডাউনলোড করেও পড়া যাবে। 
  • 'মোবি-ডিক (দ্য হোয়েল)'- আমেরিকান লেখক মেলভিলের এক অনবদ্য সৃষ্টি। 
  • হানিয়া ইয়ানাগিহারার 'আ লিটল লাইফ'। বইটি ম্যান বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। 
  • জর্জ এলিয়টের 'মিডলমার্চ'। একটি কাল্পনিক শহরের বিভিন্ন শ্রেণির মানুষের জীবন নিয়ে বিশ্লেষণ করেছে বইটি।
  • চার্লস ডিকেন্সের 'ব্লিক হাউস'। 'ব্লিক হাউস' হলো ডিকেন্সের দীর্ঘতম উপন্যাস।
  • মিগুয়েল ডি সার্ভান্তেসের 'ডন কিয়োটে'।
  • ডেভিড ফস্টার ওয়ালেসের 'ইনফিনিট জেস্ট'।
  • লিও টলস্টয়ের 'ওয়ার অ্যান্ড পিস'।
  • স্টিফেন কিং এর 'দ্য স্ট্যান্ড'। 
  • ইয়ন ফসের 'সেপ্টোলজি'।
  • মার্সেল প্রস্টের 'ইন সার্চ অব লস্ট টাইম'।

No comments:

Post a Comment

Thank you, best of luck